আমাদের কথা খুঁজে নিন

   

সেলিব্রেটিদের ডিভোর্স মানেই শত শত কোটি টাকার ব্যাপার!

বিদেশী সেলিব্রেটিরা ডিভোর্স টিভোর্স দিলে পরে অসম্ভব রকমের টাকা দিতে হয়। এই যেমন উপরের টম ক্রুজ আর কেটি হোমসএর ডিভোর্স হল, টম বছরে ৪০ মিলিয়ন ডলার মানে প্রায় ৩২০ কোটি টাকা দিবে কেটিকে, তাদের মেয়ে সুরির ভরন পোষনের জন্য! টারমিনেটর খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার আর তার স্ত্রী মারিয়া। এদের ডিভোর্স হয়নি কিন্তু যদি হয় তাহলে আর্নল্ডকে ২০০ মিলিয়ন ডলার দিতে হবে তার স্ত্রী মারিয়াকে!! ১৬০০ কোটি টাকা! গলফার টাইগার উডস তার স্ত্রী এলিন নর্ডেগ্রেন কে ডিভোর্স দিলেন, গুনতে হলো ১০০ মিলিয়ন ডলার, প্রায় ৮০০ কোটি টাকা! প্রখ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড আর তার স্ত্রী ম্যালিসা ম্যাথিসনকে ডিভোর্সে দিলেন ১১৮ মিলিয়ন ডলার, প্রায় ৯৪৪ কোটি টাকা! অভিনেতা চার্লী শীন আর ব্রুক, তালাকের পর একটা বাচ্চার পালবার খরচ মাসে ৫৫০০০ ডলার দিতে হবে চার্লীকে! বিখ্যাত গায়িকা ম্যাডোনা আর তার স্বামী পরিচালক গাই রিচি, ডিভোর্স হয়নি, কিন্তু হলে পরে ম্যাডোনা গাই রিচিকে দিবে ৯০ মিলিয়ন ডলার! উল্টো কেস! বিখ্যাত অভিনেতা মেল গিবসন আর তার স্ত্রী রবীন, তালাকের মূল্য ৫০০ মিলিয়ন ডলার, ৪০০০ কোটি টাকা!!! বিখ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড আর তার স্ত্রী মেলিসা মেথিসন, ডিভোর্স হলে ফোর্ড দিবে ১১৮ মিলিয়ন ডলার! দুনিয়া খ্যাত পরিচালক স্টিফেন স্পিলবার্গ এর সাথে ডিভোর্স হল তার স্ত্রী এমি আরভিং এর সাথে, এমি পেল নগদে ১০০ মিলিয়ন ডলার! সেই বিখ্যাত বক্সার মাইকেল জর্ডান তার স্ত্রী জুয়ানিটা ভেনয় কে ডিভোর্স দিলেন, ভেনয় পেল ১৬৮ মিলিয়ন ডলার, মানে প্রায় সাড়ে তেরোশ কোটি টাকা!! টাইটানিক খ্যাত পরিচালক জেমস ক্যামেরুন আর লিনডা হ্যামিলটন এর বিবাহ বিচ্ছেদ হল. লিনডা পেলেন ১০২ মিলিয়ন ডলার! এপর্যন্ত মেল গিবসনই সর্বোচ্চ টাকা ৫০০ মিলিয়ন ডলার দিয়ে দিয়ে চ্যাম্পিয়ন আছেন, তাইনা? এবার দেখুন ডিভোর্সে ক্ষতিপুরনের বিশ্ব রেকর্ডধারীদের ছবি নীচে:: মিডিয়া মুগল রুপার্ট মারডক, বিশ্ব খ্যাত চ্যানেল ফক্স কর্পোরেশনের চেয়ারম্যান, একজন বিলিয়নেয়ার তাঁর স্ত্রী এ্যানার সাথে ডিভোর্স এর পর এ্যানা ক্ষতিপূরন পেলেন ১.৭ বিলিয়ন ডলার!!! প্রায় আধখানের বেশী পদ্মা সেতু হয়ে যায়! সুত্র: Click This Link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.