আমাদের কথা খুঁজে নিন

   

ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

ঠিক মনে পড়ছে না কোন ব্লগে দেখেছি। তবে আজকে একজনের ব্ল্লগে একজন মন্তব্যকারী ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে খুব তাচ্ছিল্যভাবে প্রশ্ন করেন, "কোথায় ছিলেন তিনি বায়ান্নোর একুশে ফেব্রুয়ারীতে"? ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন আর মুক্তিযুদ্ধ নিয়ে রাজাকার যুদ্ধাপরাধীরা ও তাদের সন্তান সন্ততিরা সঙ্গতকারণেই বিস্মৃতি আর বিভ্রান্তির বেড়াজালে বাস করে। ইতিহাস বিকৃতি ও অন্ধত্বের মধ্যে এরা এখনও পাশবিক আনন্দ পায়। যতো ভুলানো যায় ততোই ঢাকা যায় তাদের পূর্বসূরীদের বিশ্বাসঘাতকতার অপকর্ম। তাই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর ভুমিকা নিয়ে যারা খুব বিভ্রান্ত তাদের জন্য তাঁর জীবনী থেকে তুলে দিলাম।

পাকিস্তানী প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের বাংলাদেশে আগমন উপলক্ষে ভুখা মিছিল বের করলে 1949 সালে পাকিস্তানীরা তাকে গ্রেফতার করে দুই বছর পাঁচ মাসের জন্য জেলে পুরে। যেমনটা তার জীবনবৃওান্তে লেখা আছে, "1952 সালের 26 জানুয়ারি খাজা নাজিমউদ্দিন ঘোষণা করেন 'পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উদর্ু'। এর প্রতিবাদে বন্দি থাকা অবস্থায় 21 ফেব্রুয়ারিকে রাজবন্দি মুক্তি এবং বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি দিবস হিসেবে পালন করার জন্য বঙ্গবন্ধু রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রতি আহ্বান জানান। 14 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এ দাবিতে জেলখানায় অনশন শুরু করেন। 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে মিছিল বের করে।

মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, বরকত, রফিক, শফিউর শহীদ হন। বঙ্গবন্ধু জেলখানা থেকে এক বিবৃতিতে ছাত্র মিছিলে পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একটানা 17 দিন অনশন অব্যাহত রাখেন। জেলখানা থেকে আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে তাকে ঢাকা জেলখানা থেকে ফরিদপুর জেলে সরিয়ে নেওয়া হয়। 26 ফেব্রুয়ারি ফরিদপুর জেল থেকে তিনি মুক্তিলাভ করেন" (এনওয়াই বাংলার সৌজন্যে)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.