আমাদের কথা খুঁজে নিন

   

সমকালের আজকের সম্পাদকীয়ঃ চলচ্চিত্র পরিচালকের নাম ভুল



"জীবনযুদ্ধ জাকিরদের পথও হোক আলোকিত" শিরোনামে আজকের সম্পাদকীয় বিভাগে বলা হয়েছে " প্রদীপ নিজে পোড়ে কিন্তু পরিপাশর্্ব আলোকিত করে। এরই চিত্র অত্যন্ত নিখুঁতভাবে সত্যজিৎ রায় চিত্রিত করেছেন তার 'দীপ জ্বেলে যাই' নামক জীবনধর্মী ছায়াছবিতে। ছবির রমা চরিত্রে অভিনয়কারী নায়িকা সূচিত্রা সেন মানসিক হাসপাতালে রোগীকে সারিয়ে তুলতে গিয়ে মনের অজান্তেই জড়িয়ে পড়েন নায়কের ভূমিকায় অভিনয়কারী উত্তম কুমারের ভালোবাসার ডোরে....।" কিন্তু আমি যতদূর জানি এই ছায়াছবিটি সত্যজিৎ রায় এর নয়। এই ছবিটি নির্মাণ করেছেন অসিত সেন। এ ধরনের ভুল মোটেও কাম্য নয়। বাংলাদেশের অনেক দৈনিক পত্রিকাতে দেখা যায় প্রথম পৃষ্ঠাতে বড়ো বড়ো করে লেখা শিরোনামেও ভুল থাকে। বেশ কিছু দিন আগে যতদূর মনে পরে যুগান্তরে নজরুলের কবিতার দুই লাইন বড় অক্ষরে ছেপেছিলো অথচ একটি শব্দ বাদ পড়েছে তাঁরা ধরতে পারেনি। আমি মনে করি পত্রিকা গুলোকে আরো সাবধানতা অবলম্বন করা উচিত যাতে এই ধরনের ভুল না হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.