আমাদের কথা খুঁজে নিন

   

ভাষাহীন কবিতা

অচেনা পথে হাটতে চাই অনেক দুর

আমার ভাষাহীন কবিতা,তোমাকে পাইনা কেন? অনেকটা লোলুপ ভাবে,আপন শালীকে নিয়ে চলে যায় অনেকটা অসংযত,কৈফিয়তহীন দ্্বোর দিয়ে ঘরে,রাএি যাপন করে অবলীলায়। একা বসে কেউ সমাজ নিয়ে ভাবে নিজস্ব কোন ছন্দ নেই,আধুনিক দু:খ আঁধারে সামান্য ছোঁয়া লাগে,অনুভূতি গুলো জাগ্রত হয় আবারো মনে হয় কাপুনি,শরীর ছন্নছাড়া তোমাকে না ছোঁওয়ার কষ্ট একটুছোঁওয়ার বাহানা। তোমাকে ছোঁওয়ার বাহানা অবিশ্বাস্য ভাবে মনে পড়ে দ্্বোর দেয়া ঘরকে ছিলনা কেউ, নক্ষএ দেখাও উবে গেছে নগ্ন শরীরে আঁধারের অবস্থান কোন শব্দমালা জুড়ে আসে,আলোড়িত করে আমায় কানে বাজে আকুতি,শিহরন জাগে ফিরে যাওয়ার সংগ্রাম আমায় ডাকে। .......তারিখ .........686খ্রি...........সময়........201 . ছবি .............চুরি করা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।