আমাদের কথা খুঁজে নিন

   

বিজিএমইএ র মামদোবাজি



বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের ক টি বিষয়ে বিজিএমইএ র সংশ্লিষ্টতা, বক্তব্য এবং ভূমিকা কি হওয়া উচিৎ । আর কি ভূমিকা দেশের সবচেয়ে ক্রমবর্ধমান সেক্টরের সঙগঠনটির থাকা উচিৎ তা এখন খতিয়ে ভেবে দেখার সময় এসেছে । বিগত কিছুদিনের কয়েকটি খবর যারা একাধারে দেখেছেন ব শুনেছেন তারাই বিজিএমইএ র অর্বাচীনতার পরিচয় পেয়ে গেছেন । উল্লেখযোগ্য খবর গুলো হচ্ছে -- 1/ বেগুন বাড়ী খালের উপরে রাজউকের প্ল্যান ছাড়াই ভবন নির্মান । বাংলাদেশের এমন স্বচ্ছল আর বর্ধনশীল ক্ষাতের সংগঠনটির কাছ থেকে কি এ ধরনের অবৈধ কাজ দেশবাসী আশা করতে পারে ।

সঠিক ভাবে জায়গা কিনে তাতে নিজেদের অর্থ ব্যাবস্থায় সঠিক পন্থায় ভবন নির্মান করাটা বিজিএমইএ র মতো সংগঠনের করতে না পারা টা ঐ সেক্টরের ভবিষ্যৎ দীনতার ঈঙ্গিত বহণ করে । 2/ বিজিএমইএ রুগ্ন হয়ে পরা বেশ কিছু গার্মেন্টস কারখানা গুলো পুনরায় চালু করার জন্য সরকারী সহায়তা চেয়েছে । বাংলাদেশের এমন স্বচ্ছল আর বর্ধনশীল ক্ষাতের সংগঠনটির কাছ থেকে কি এ ধরনের দাবী দেশবাসী আশা করে না । ঐ সব রুগ্ন কারখানা গুলো পুনরায় চালু করার জন্য তাদেরই সংগঠন আর বায়ারদের নতুন কন্ট্রাক্ট ই যথেষ্ট । দেশর অন্যান্য রুগ্নশিল্প কারখানা নিয়ে যেখানে সরকার হিমশিম খাচ্ছে. সেখানে শক্তিশালী একটা ক্ষাতের একটি সংগঠনের ঐ দাবী দেশবাসীর কাছে কাম্য নয় ।

3/ বিজিএমইএ সিটি কর্পোরেশানের জায়গায় আর ফুটপাথের উপর তৈরী করা সিড়ি সড়িয়ে নেবার জন্য সময় চেয়েছে । গার্মেন্টস কারখানা গুলো অগি্ন নির্বাপন সহ নির্মান বিষয়ক নীতি মালা মানা এবং তা তদারকী করার কোন দৃঢ় ব্যাবস্থাই নেই । যেখানে বায়াররা বিভিন্ন কমপ্লাইয়েনসের উপর ভিত্তি করে কন্ট্রাক্ট প্রদান করে, সেখানে বিজিএমইএ এসব ব্যাপারে তাদের নিজস্বব্যাবস্থাপনায় কোন কন্ট্রোলিং সিস্টেম গরে তুলতে পারেনি । দেশের সবচেয়ে লাভজনক ক্ষাতের ব্যাবসায়ী সঙগঠনের কাছে এ ধরনের আচরণ আশা করে না । ঐ ক্ষাত বৈদেশিক মুদ্রা বেশী আয় করে কর বেশী দেয় বলে যদি তারাও বিভিন্ন বিষয়ে সরকারের ছাড় চায়, তবে তা আসলে লজ্জাজনক ।

তাদের উচিৎ স্বাবলম্বি থেকে সরকারকে অন্তত একটি ক্ষাত থেকে ভার মুক্ত করে সেই শক্তি আন্যান্য ক্ষাতে নিয়োগ করবার সুযেঅগ দেয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.