আমাদের কথা খুঁজে নিন

   

বইয়ের বিষয় বাউল। এইবারের বইমেলা (যে লেখা আগেই লেখার কথা ছিলো)।

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

ঢাকার একুশে বই মেলা শেষ না করেই দৌড় দিতে হলো কোলকাতা। সেখানে অবশ্য ধরতে পেরেছিলাম কোলকাতার পুস্তকমেলা (ওরা বইমেলা বলে না, বলে পুস্তকমেলা)। তবে যাওয়ার আগে এবারের ঢাকার বইমেলায় ঘুরে বাউলদের উপরে বেশ কিছু বই পেলাম। সবগুলো চোখ বুলিয়ে তাকে তুলে রাখতে রাখতে মনে হলো যেন গেল বইমেলায় আমার থিম হয়ে গ্যালো "বাউল" (যদিও কখনো থিম মাথায় রেখে বইমেলায় যাওয়া হয় না)। আমার সবসময়েই মনে হয় বাউল গানের সঠিক এ্যাপ্রিসিয়েশনের জন্য বাউলতত্ত্বের কিছু বেসিক জিনিস জানা জরুরী।

নইলে যে উদ্দেশ্যে গানগুলো রচনা, সেই এ্যাওয়াকেনিং এক্সপেরিয়েনস, সেই জেগে ওঠার অনুভব ভিতরে তৈরী হয় না। সেক্ষেত্রে গান শোনার আর গান বোঝার ভিতরে অনেক বড় পার্থক্য রয়ে যায়। ব্যক্তিগত ভাবে মনে হয় বাউলতত্ত্বের সাথে বেদান্ত আর সুফী ভাবধারার জায়গাগুলো জানা থাকলে খুব সাহায্য কওরে। খুব গভীর না হলেও, আবহটাও হয়তো সাহায্য করতে পারে। ওকে, এনাফ অফ প্যাচাল।

ঝটপট বইগুলোর নাম আর প্রকাশনী বলে দেই যেগুলো বইমেলায় কুড়িয়েছিলাম। বাউল । লেখক: কবি জসীমউদদীন। প্রকাশন: পলাশ প্রকাশনী । বাউলদের নিয়ে লেখা খুব সহজ না।

বিশেষ করে ওদের সাথে না বসে, না মিশে তো নয়ই। জসীম উদদীনের সুবিধেটা হলো তিনি খুব কম বয়স থেকেই পল্লী বাংলার মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছেন। মানুষ ও প্রকৃতির সাথে মিলন, বাউলদের কাছে যাওয়া, তাদের নিয়ে গবেষণা থেকেই বইটার লেখনী। বাউলতত্ত্ব । লেখক: আহমদ শরীফ।

প্রকাশন: পড়ুয়া। এইটাও একটা সংগ্রহে রাখার মতো কাজ। তত্ত্বের ও বাউল পরিচয় ছাড়াও প্রচুর বাউল গান বিষয় অনুসারে দেওয়া আছে যেমন: অভেধ তত্ত্ব, গুরুতত্ত্ব, সাধনা, আত্নবোধন, নবীতত্ত্ব, মন, দেহততত্ব, প্রার্থনা ইত্যাদি। লালন সাহিত্য ও দর্শন। সম্পাদক: ড. খোন্দকার রিয়াজুল হক।

প্রকাশন: সাহিত্যিকা এটা মূলত লালনকে নিয়ে অনেকগুলো প্রবন্ধের সংকলন। রবীন্দ্র ভাবনায় লালন থেকে শুরু করে দুদ্দু শাহের লালন জীবনী রচনা, অনেক বিষয় বৈচিত্র। মহিন শাহের পদাবলী। সম্পাদনা: আবুল আহসান চৌধুরী। প্রকাশন: বাংলা একাডেমী।

সমকালীন বাউল কবিদের ভিতরে মহিন শাহ বিশেষ 'মান্যমান'। তিনি িএকজন তত্ত্বজ্ঞ সাধক, বিশিষ্ট বাউলপদকর্তা ও নামী গায়ক। তার ভাবসঙ্গীত রচনার প্রেরণা সঙ্গীত গুরু ফকির কছিম শাহের কাছে। আরো দুটো বইয়ের বাংলার বাউলদের উপরে আলোকপাত হয়েছে যদিও তাদের বিষয় বাংলায় সুফি নিয়ে। প্রথমটি বঙ্গে স্বুফী প্রভাব ।

ড. মুহম্মদ এনামুল হক। প্রকাশন: র্যামন। বাংলাদেশে সুফিপ্রভাব ও ইসলাম প্রচার। অধ্যক্ষ শইফ শরফুদ্দীন। প্রকাশন: বর্ণায়ন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।