আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ ও ভেড়া



একদিন আমার সামনে ছিল বিশাল আকাশ শুধু ডানা ছিল না উড়বার চোখের সামনে কত ভেড়া আর গাধা উড়ে গেল সেই আকাশে আমার তখন করার কিছু ছিল না মাটিতে দাঁড়িয়ে নির্লিপ্ত নয়নে দেখলাম উড়ন্ত গর্ধপ আর ভ্যা-ভম্বলের আকাশ ফাটানো আস্ফালন। তারপর চলে গেছে বহুদিন একদিন আমিও একজোড়া ডানা পেলাম দারুন ঝক ঝকে তকতকে সবুজ ডানা কিন্তু উড়বার ইচ্ছে একবারে উবে গেল ততোদিনে গাধা আর ভেড়ায় ভরে গেছে আকাশটা ওখানে গেলে ওদের ভীড়ে নিজেই হয়তো হয়ে যাব গাধা অথবা সংকর জাতের ভেড়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।