আমাদের কথা খুঁজে নিন

   

70 শতাংশ ব্রিটিশের ব্লগ সম্পর্কে ধারণা নেই

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

ব্রিটেনের টেক্সিচালক থেকে শুরু করে বিভিন্ন পেশার আমজনতার 70 শতাংশ লোক ব্ল্লগ সাংবাদিকতা সম্পর্কে কিছুই জানেন না। সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তারা সাধারণত রেডিও, টেলিভিশন বা ত্রেবিশেষে এসএমএসের আশ্রয় নেন। ব্রিটিশদের ওপর নিউইয়র্কভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা ওমনিকমের অঙ্গ প্রতিষ্ঠান ডিডিবি পরিচালিত এক জরিপে এ কথা বলা হয়। স ত্র : রয়টার্স অমনিকমের অঙ্গ প্রতিষ্ঠান লন্ডনভিত্তিক বিজ্ঞাপনী সংস্থা ডিডিবি'র পরিকল্পনা পরিচালক সারহ কার্টার বলেন, আমাদের এ গবেষণা জরিপ এটাই বলছে যে ব্লগ সাংবাদিকতা এখনো ব্যাপক প্রসার লাভ করেনি। এ জরিপ সমঙ্র্কে তিনি আরো জানান, ম লধারার মিডিয়ার স্রোতে অধিকাংশ জনগণ এখনো ব্লগ সাংবাদিকতার মর্ম বা গুরুত্ব বুঝে উঠতে পারছেন না। জরিপের ফলাফলে জানা গেছে, ব্লগ সমঙ্র্কে ধারণা রয়েছে এমন 56 শতাংশ ব্যক্তি এটাকে শৌখিন সাংবাদিকতা বলে মনে করেন। জরিপ আরো বলছে, কোনো ব্যক্তিকে নাজেহাল করতে টিনেজদের 28 শতাংশ ব্লগের আশ্রয় নিচ্ছেন এবং এ েেত্র তারা সাধারণত ভিডিও মোবাইল ফোন ব্যবহার করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.