আমাদের কথা খুঁজে নিন

   

উদ্দেশ্যহীন ব্ল্লগানো:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

বাংলা ব্লগে লেখা শুরু করে অসংখ্য ভাবনা মনকে প্রতিদিন নাড়া দেয়। আসলে লিখি কেন? আমি নিজে লেখক না। লিখতে গিয়ে নিজের ভাবনাকে সাজাই যা আমার ভাবনার দরজায় কড়া নাড়ে। এখানে কি কোন মিশন আছে? আছে কি কোন ভিশন? না, সুস্পস্টভাবে নেই। হরেক রকমের লেখা দেখতে দেখতে বেলা ফুরিয়ে যায়।

দেখা হয় আনন্দ, বেদনা, প্রত্যাশা ও হতাশার নিত্যদিনের চিএের সাথে। এর কোন অবয়ব নেই, এখানে আঁকা যায় না কোন সীমান্ত। অন্যরা কি পান জানি না? তবে আমি দেখতে পাই নতুন এক প্রজন্মের প্রত্যয়ী অবয়ব যারা আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে ধর্মান্ধ পশ্চাদপদ অসুস্থ ধারার বর্ণচোরাদের বিরুদ্ধে। আমার ব্যক্তিগত প্রত্যাশার সীমান্ত বিস্তৃত হতে থাকে। আমি আশাবাদী এ ধরণের অগ্রসর সমাজ সচেতন ভাবনার হাত ধরে বাংলা মা ফিরে পাবে তার হারানো অহংকার।

বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে আপন অহংকারে। নিপাত যাবে ধর্মান্ধ ও যুদ্ধাপরাধী বর্ণচোরা পরগাছা শক্তি। বাংলা ব্ল্লগে যারা নিয়মিতভাবে পদচারণা করেন তারা এখানকার ক্যাঁচালগুলো সম্পর্কে ভালভাবেই জানেন। এখানে ধর্মভিওিক অনগ্রসর ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেস্টা তদবিরের অন্ত নেই। তাদের কাছ থেকে দেশপ্রেম, স্বাধীনতা, ধর্মবোধের প্রত্যয়ন না পেলে কেউ পাংক্তেয় হবে না।

নির্বোধকে নিয়ে লিখলে তার আপু নেমে আসে, ভাইয়া নেমে আসে, দাদু নেমে আসে। ভিন্ন ভিন্ন নামে একই মানুষ ছুটে আসে বিভিন্ন প্রান্ত থেকে। আজকে এক ব্ল্লগারের লেখা আর মন্তব্য দেখে খুব আনন্দ পেলাম। ভাষা শহীদদের জন্য ছোট বাচ্চাদের তৈরী করা শহীদ মিনার নিয়ে লেখায় কোন স্বাধীনতা ও মুক্তবুদ্ধির সপক্ষের মানুষ মন্তব্য ছুঁড়ে মারেনি বলে কি না আক্ষেপ!!! ভদ্রলোক গালাগালি করার চমৎকার প্ল্ল্যাটফর্ম পেয়ে এক হাত দেখিয়ে দিলেন। স্বাধীনতা, ভাষা শহীদ, ঘৃণ্য রাজাকার, যুদ্ধাপরাধী- এসব বিষয় নিয়ে লিখে যদি কেউ তার নৈতিক দায়বদ্ধতার প্রকাশ করে তা হলে বিনিময়ে স্বীকৃতির জন্য এতো কাঙ্গাল হতে হবে কেন? যারা পড়বে আর আলোকিত হবে তারা এগিয়ে নিবে মুক্তিযুদ্ধের চেতনাকে আর মুক্তবুদ্ধিকে।

এক্ষেএে লেখকের প্রত্যাশা মন্তব্যের সংখ্যায় কেন আটকে থাকবে? ময়ুরপুচ্ছ পড়লেই যদি ময়ুরী হওয়া যেত তাহলে অনেক সুলেখক বা লেখিকা তা দিয়ে নিজেদের অন্ধত্বের লজ্জা ঢাকতে পারতেন। আজকের এই উদ্দেশ্যহীন লেখার পেছনে একটা উদ্দেশ্য আছে। যারা নিয়মিত আড্ডা পড়েন তারা ভাল করেই জানেন এখানে মৌলবাদ ও যুদ্ধাপরাধী রাজাকার জামাত বিরোধী লেখা নিয়মিত প্রকাশ করা হয়। তার সাথে রাজনীতি বিষয়ক লেখাও প্রাধান্য পায়। সমাজের বিভিন্ন অসংগতির চিএ তুলে ধরি আমার লেখার কলেবরে।

এর পাশাপাশি এবারের একুশে আমি নিজে ব্যক্তিগত একটা উদ্যোগ নিয়েছি এবং এতে আপনাদের সাহায্য ও সহযোগিতা চেয়েছি। প্রতি মাসে অন্তত: একবার বাংলা ভাষা শেখার বিশ্বব্যাপী রিসোর্সগুলো তুলে দেব। এই মার্চ মাসেই প্রকাশ করব এর প্রথম সংস্করণ। তারপর চলতে থাকবে এই উদ্যোগ। বাংলা ভাষা ও সংস্কৃতিকে এগিয়ে নিতে হলে প্রিয় বাংলা ভাষাকে এগিয়ে নিতে হবে।

পটভূমি হিসেবে পড়তে পারেন: [link|http://www.somewhereinblog.net/Adda/post/28699661| cvVK

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।