আমাদের কথা খুঁজে নিন

   

কুষ্টিয়ায় স্বামী-স্ত্রীর ওপর চতুর্থবার এø

চতুর্থবারের মতো এসিড সন্ত্রাসের শিকার হলেন কুষ্টিয়ার খোকসা উপজেলার এক নবদম্পতি। অপরদিকে, দিনাজপুরের নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শুক্রবার গৃহবধূ ও ঠাকুরগাঁওয়ে পল্লী চিকিৎসকের ওপর এসিড নিক্ষেপ করেন দুবৃত্তরা। প্রতিনিধিরে পাঠানো খবর-

কুষ্টিয়া : খোকসা উপজেলার বরইচরা গ্রামের নবদম্পতি পাঞ্জু (২১) ও তার স্ত্রী কাকলীর (১৪) ওপর এসিড নিক্ষেপ করেন একই গ্রামের হাবিলের ছেলে হাফিজ। কাকলির বাবা জানান, দীর্ঘদিন থেকে কাকলীকে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের হাফিজ। গত এক মাস আগে একই এলাকার পাঞ্জু মিয়ার সঙ্গে কাকুলির বিয়ে হয়। এরপর থেকে হাফিজ তার সহযোগিদের নিয়ে কাকলীর ওপর ৩ বার এসিড নিক্ষেপ করেন। এতে তার শরীরের আংশিক জ্বলসে যায়। এ ব্যাপারে খোকসা থানায় অভিযোগ করা হলেও পুলিশ এ ঘটনাকে সাজানো নাটক বলে উল্লেখ করেন।

দিনাজপুর : জমি সংক্রান্ত বিরোধের জেরে নবাবগঞ্জের খটখটিয়া কৃষ্টপুর (মেরিপাড়া) গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী আছিয়া বেগমের ওপর শুক্রবার এসিড নিক্ষেপ করেন একই গ্রামের রুবেনসহ ও তার সহোযোগীরা। এতে আছিয়ার বাম হাতের বাহুসহ বুকের একাংশ ও পা ঝলসে যায়। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি মমিনুর ইসলাম এসিড নিক্ষেপের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঠাকুরগাঁও : সদর উপজেলা ভূল্লী গোগুলা ডাঙ্গী এলাকার কুদ্দুসের ছেলে ডেন্টাল চিকিৎসক মোস্তাফিজুর রহমান লিটনের ওপর শুক্রবার রাতে এসিড নিক্ষেপ করেন দূবৃর্ত্তরা। এতে তার শরীর ঝলসে যায়। পরে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী।

এসিডদগ্ধ মোস্তাফিজ জানান, আমার দ্বিতীয় স্ত্রীর পরিবারের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ খান জানান, এ ঘটনায় অ্যাসিড আইনে একটি মামলা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.