আমাদের কথা খুঁজে নিন

   

একমাত্র স্বতন্ত্র প্রার্থীকে ভয়ভীতি রিটা

দশম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী একমাত্র স্বতন্ত্র প্রার্থী ডা. শওকত আলীর সমর্থকদের পিস্তল তাক করে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এমপি গোলাম দস্তগীর গাজী সমর্থকদের বিরুদ্ধে। এ ছাড়াও ডা. শওকত আলীর তালা মার্কার পোস্টার ছিঁড়ে ফেলে তাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন গাজী সমর্থকরা। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার রূপসী ও গন্ধর্বপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় জেলা প্রশাসক, রিটার্নিং অফিসার মনোজকান্তি বড়ালের কাছে লিখিত অভিযোগ করেছেন ডা. শওকত আলী। ডা. শওকত আলী অভিযোগে উল্লেখ করেন, মঙ্গলবার রাতে শতাধিক মানুষ এবং থানা পুলিশের সামনে গাজী গোলাম দস্তগীর এমপির বাড়ির কেয়ারটেকার ফিরোজ ও জমির দালাল দীমনের নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন, সুমন, এসডো, জসিম, মোহাম্মদ আলী, রাসেলসহ ১৫-২০ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১০টি মোটরসাইকেলে করে রূপসী বাসস্ট্যান্ড এলাকায় দড়ি দিয়ে টাঙানো তার তালা মার্কার পাঁচ শতাধিক পোস্টার ছিঁড়ে ফেলে। একই দিন তারা গন্ধর্বপুর গ্রামে গিয়ে তালা মাকার সমর্থক পনির খান ও শামসুকে অস্ত্র তাক করে হত্যার হুমকি দিয়েছে। এ সময় তারা তালা মার্কার সব ছেঁড়া পোস্টার রূপসী এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তিনি আরও জানান, এ ব্যাপারে তিনি গতকাল বিকালে জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.