আমাদের কথা খুঁজে নিন

   

ইরান-রাশিয়া আরও অর্থনৈতিক সম্পর্ক চায়

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের মধ্যে মজবুত ও বৃহত্তর অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। বর্তমানে দেশ দুটির মধ্যে যে দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে তাকে 'অপর্যাপ্ত' বলে উল্লেখ করেন দুই নেতা। বার্তা সংস্থা ইন্টারফ্যাঙ্কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, "দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও চুক্তিগুলোকে আরও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রেসিডেন্ট। বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের অবকাশে এক বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট এসব বিষয় নিয়ে কথা বলেন দুই দেশের নেতা। ওয়েবসাইট।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে ইরান ও রাশিয়া পরস্পরের বাণিজ্য সম্পর্ক মজবুত করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.