আমাদের কথা খুঁজে নিন

   

আবারও হুঙ্কার আফগানদের

এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান। যুদ্ধে বিপর্যস্ত আফগানিস্তান তাই টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বেও টার্গেট করেছে স্বাগতিক বাংলাদেশকে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টাইগারদের হারিয়ে চমকে দিতে চায় আবারও। কাল বিশ্বকাপের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য নিয়ে আফগান অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, 'আমাদের দলের প্রায় অর্ধেক ক্রিকেটার ঢাকা লিগে ও বিপিএলে খেলেছে। এখানে খেলে বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে ভালো ধারণা অর্জন হয়েছে। এ অভিজ্ঞতাই কাজে লাগাবে ছেলেরা। আমরা কঠোরভাবে চেষ্টা করব বাংলাদেশকে হারাতে।'

সদ্য শেষ হওয়া এশিয়া কাপে উজ্জীবিত পারফরমেন্স করেছে আফগানরা। টাইগারদের হারানো ছাড়াও পাকিস্তানকে ভালোভাবেই নাড়া দিয়েছে। এশিয়া কাপের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা উল্লেখ করে নবী বলেন, 'এশিয়া কাপে টেস্ট খেলুড়ে দলের সঙ্গে খেলার অভিজ্ঞতা হয়েছে আমাদের। প্রায় ম্যাচে খেলোয়াড়রা উজ্জীবিত পারফরমেন্স করেছে। বাংলাদেশকেও হারিয়েছি। আশা করছি এশিয়া কাপের অভিজ্ঞতা টি-২০ বিশ্বকাপে কাজে লাগাবে ছেলেরা। কারণ কোয়ালিফাই রাউন্ডে বাংলাদেশই বড় বাধা।'

এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে জয় পাওয়া ম্যাচে ছিলেন না প্রতিপক্ষের অন্যতম অস্ত্র সাবিক আল হাসান ও তামিম ইকবাল। এ দুই জন দলে ফেরলে বাংলাদেশ এগিয়ে থাকবে বলে মনে করেন এ আফগান। তিনি বলেন, 'বাংলাদেশের সঙ্গে একদিনের ম্যাচ খেললেও টি-২০ খেলা হয়নি। সাকিব, তামিমও খেলবে এ ম্যাচে। তারা দুই জন্য ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তবে আমরা পুরো বিষয়টি ইতিবাচক দেখছি। আমরা পজেটিভ এবং ন্যাচারাল ক্রিকেট খেলার চেষ্টা করব।'

সাকিব-তামিমকে নিয়ে আফগান অধিনায়ককের কপাল ভাঁজ হলেও বিষয়টি যেন উড়িয়েই দিলেন এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচসেরা হওয়া সামিউল্লাহ শেনোয়ারি। বললেন, 'সাকিব, তামিমতো প্রথম বলেই আউট হয়ে যেতে পারে। এছাড়া আমাদের দলের ১০ জনই ব্যাটসম্যান। ৬ জন অলরাউন্ডার। সুতরাং বাংলাদেশকে হারানোর সামর্থ্য আমাদের রয়েছে। তাদের হারিয়েই আমরা দ্বিতীয় রাউন্ডে যাব।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.