আমাদের কথা খুঁজে নিন

   

এবার ব্লগার আরিফের ওপর হামলা

রাজধানীর পরিবাগ এলাকায় দুর্বৃত্তদের হামলায় গণজাগরণ মঞ্চের সংগঠক, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ নূর আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ছড়িয়ে পড়লে রাতেই গণজাগরণ মঞ্চের কর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। আসিফের ওপর হামলার প্রতিবাদে গতকাল শাহবাগে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য কংকন জানান, ওই রাতে আরিফ পরিবাগের এক বন্ধুর বাসা থেকে বেরিয়ে রিকশায় করে বাসাবোয় তার নিজ বাসার দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে চার যুবক প্রাইভেট কার থেকে নেমে তাকে ঘিরে ফেলে। এ সময় তিনি দৌড়ে আত্দরক্ষার চেষ্টা করলেও দুর্বৃত্তরা পেছন থেকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এ সময় আরিফ নূরের চিৎকারে পাশের সিএনজি ফিলিং স্টেশন থেকে লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত আরিফকে প্রথমে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন করায় জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা আরিফের ওপর হামলা চালিয়েছে বলে মনে করছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। তারা বলেন, আরিফকে হত্যার উদ্দেশ্যই ছিল তাদের।

রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ আহমেদ বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে। যত দূর জানা গেছে হামলাকারীরা আরিফের সঙ্গে থাকা কোনো জিনিসপত্র নেয়নি। আহতের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ না এলেও হামলাকারীদের আটকের চেষ্টা করা হচ্ছে। আরিফ গণজাগরণ মঞ্চের সংগঠকের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপন নির্মাণের সঙ্গেও জড়িত। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। প্রসঙ্গত, যুদ্ধাপরাধী আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়। এর কয়েক দিনের মাথায় মিরপুরে নিজ বাসার সামনে খুন হন মঞ্চের অন্যতম কর্মী ব্লগার রাজীব আহমেদ হায়দার। এ ছাড়াও বেশ কয়েকজন ব্লগার হামলার শিকার হন বিভিন্ন স্থানে। ঢাকার বাইরে সিলেট, সাতক্ষীরাসহ বিভিন্ন জায়গায় মঞ্চের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.