আমাদের কথা খুঁজে নিন

   

আড্ডাবাজের অন্ধকারের জীবদের জন্য আলোএবং...

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "

আড্ডাবাজের অন্ধকারের জীবদের জন্য আলো লেখাটা পড়ে মনে পড়ে গেলো....আমি যখন চট্টগ্রাম ইউনিতে পড়ি তখন সাধারনত শহর থেকেই ক্লাস করতে যেতাম। ফাস্ট ইয়ারে পরীক্ষার ডেট দেওয়ায় পড়াশুনায় মনোযোগী (ফাকিবাজ টাইপ ছাত্র ছিলাম কিনা....পরীক্ষার আগে কোন মতে....) হতে কিছুদিনের জন্য হলে ছিলাম....2 থেকে আড়াই মাসের মতো হবে বোধহয়।

একদিন.... রাত অনেক হবে, টয়লেটে গিয়ে ওখানকার অবসত্দা দেখে ফিরে এসে একটা কাগজে লিখেছিলাম - ব্যবহার করতে না জানলে ব্যবহার করবেন না প্লীজ!!!! স্কচটেপ না থাকার কারনে অবশ্য টয়লেটের দরজায় সেদিন আর লাগাতে পারিনি। । । । কল্পনা করার চেষ্টা করূন সেদিন টয়লেটের কি অবস্থা আমি দেখেছিলাম!!!! আসলে মানুষকে তার সার্টিফিকেট দিয়ে জাজ করলে হবে না.......সু-শিক্ষিত আর স্ব-শিক্ষিত ব্যাপারটার মধ্যে বোধহয় বিসত্দর এতটা ফারাক আছে।

। । । । আমাদের ইউনির এক শিক্ষক যিনি দীর্ঘদিন একটা হলের হাউজ টিউটর ছিলেন উনার একটা কমেন্ট আমার আজীবন মনে থাকবে - দেশের সবের্াচ্চ বিদ্যাপিঠে সবের্াচ্চ ডিগ্রী নেওয়ার আশায় পড়ুয়া একটা ছেলে/মেয়ে যখন টয়লেট থেকে বের হওয়ার পর সেখানে আরেকজনের যাওয়ার মতো অবস্থা থাকে না তখন তার সে ডিগ্রী দিয়ে কি হবে??? কাগুঁজে সার্টিফিকেট ধারী শিক্ষিত আর স্ব-শিক্ষিত মানুষের উদাহরন দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না.....কারন আমার আপনার আশেপাশে তাদের আমরা প্রতিনিয়তই দেখছি।

। । । সমাধান বলুন প্লীজ। ।

। । । ইগনোর করলে হবে না.....এটা কি আমাদের শিক্ষ ব্যবস্থার সমস্যা (একদম গোড়া থেকে....আই মিন প্রাইমারী শিক্ষা থেকে সবের্াচ্চ পর্যন্ত.....) নাকি অন্য কোথাও...????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।