আমাদের কথা খুঁজে নিন

   

অ-সুখের সুখ চিকিৎসা



সুখ গুলোর কেমন জানি অসুখ হয়। ভালো ডাক্তার ও দেখিয়েছি। ওষুধ খেয়েছি অনেক, কাজ হলো না। মাঝে মাঝে অসুখ টা কাটার মত বিধে আমায়। শুধু বলে "আমাকে কোন যত্ন না করলে আমি আরো কষ্ট দেবো"ভাবি সুখ গুলোর একটু নাড়াচাড়া হয়া উচিত।

মানে একটু স্মৃতি চারন আর কি। সুখ গুলো অনেক কষ্টে ধরা দেয়,তবে চলে যাবার হুমকি দেয় প্রতিনিয়ত। তাই ত এত আপ্যায়ন করতে হয় এদের। জানি সুখ গুলোর অনুভুতি ঝাপসা হয়ে থাকে,তাই এদের কে প্রতিনিয়ত পরিস্কার করে রাখতে হয়। আমি তা প্রতিদিন করার চেষ্টা করি।

আপনারা একটু সুখ গুলোকে মনে করুন। দেখবেন অচেনা একটা হাসি আপনার ঠোটে চলে এসেছে। প্রতিদিন একবার করে হলেও মনে করুন। না হয় মাসে একবার করুন। এতে ক্ষ তি নেই কোন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.