আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়ণ স্বপ্নে চলেন বিভোর হই...যদি কোন দিন...ধুলার প্রলেপ ছাড়া সুর্যের ভোর দেখা যায়!

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

ইনুস সাবের রাজনীতিতে অংশগ্রহণ এখন টক অফ দ্য টাউন হইছে...অনেকেই অনেক কিছু কইতেছেন(এর মধ্যে আমিও আছি) কিন্তু আমার আইজকা ঘুম দিয়া উইঠা হঠাৎ মনে হইলো, পাবলিকে কি আমারে ভুল বুঝতাছে!? ইনুস সাবে রাজনীতিতে আসবেন তাতে আমার কি সমস্যা! আওয়ামি লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির বাইরে উনি আর কতোটা দালালী সংস্কৃতি দেখাইতে পারবেন? আমি গ্রামীণ ব্যাংকের পুরা ক্ষুদ্রঋণ প্রকল্প নিয়া বহুত সমালোচনা করি, কপের্ারেট ছাতার কথা কই, গরীবরে আরো নির্ভরশীল গরীব বানানের ফন্দি কই, কিন্তু তারপরেও ইনুস সাবের সেই শুরুর লগ্নের উদ্দেশ্য নিয়া কি আসলে প্রশ্ন তুলন যায়!? ঐ সময় তিনিতো আসলেই ভাবতেন এমনেই উন্নয়ণ সম্ভব আর যেহেতু অংক নির্ভর অর্থনীতি বিষয়ে তার ডক্টরেট, তাই অংকের ফলাফলেও নির্ভরতা থাকনেরই কথা তার! পরে পুঁজির চরিত্রমতো উনি ব্যবসা বাড়াইছেন...সাম্রাজ্যবাদী সাদা চামরার ডক্টরেট নোবেল লরিয়েটগো লগে হাত মিলাইতে পাইরা নিজেরে ধন্য মনে করছেন। আর তাই ইনুস সাবের রাজনীতিতে অংশগ্রহণ আমি কিন্তু কোনকালেই প্রতিরোধ করনে আগ্রহী ছিলাম না। তিনি রাজনীতিতে আসবেন, দল করবেন, সিংগাপুরী টেলিফোন ব্যবসায়ির মতো উনি ঋণ ব্যবসায়ি প্রধানমন্ত্রী হইবেন, তাতে আমার কি সমস্যা! কিন্তু যেহেতু আশেপাশের মধ্যবিত্ত শিক্ষিত অংশের অনেকে তারে সিস্টেম বদলের অগ্রদূত ভাইবা ফেলতেছেন...তাগো একটু সমরণ করাইয়া দিতে চাই ইনুস সাব যা করবেন তা হইলো এই সিস্টেমটারেই সৎ বানানের ধান্ধা! এখন পর্যন্ত তো তা'ই দেখতে আছি...অসৎ দুর্নীতিবাজগো ধরনের অপারেশন চাইরদিকে (তয় নিশ্চিত কইরা বলতে পারি না, যারা ধরা পরতেছেন না তারা সৎ-দুর্নীতি বিরোধী!) কিন্তু সিস্টেম পরিবর্তন কি এমনে হয়!? আমাগো দেশে একটা সহজ উন্নয়ণ ফরমু্যলা দেওয়া হইতেছে আজকাল। বেসরকারীকরণেই নাকি উন্নয়ণ হয়! আর তাই বেসরকারী খাতে ছাইড়া দেও সব! তা'ও সরকারী ক্ষেত্রগুলিরে জবাবদিহিতা মূলক করনের দরকার নাই। অতীতে যেইসব সরকারী উৎপাদনমূলক ফ্যাক্টরীগুলি বেসরকারী খাতে দওয়া হইছিলো তার মধ্যে 2003 পর্যন্ত শুনছি একটা ফ্যাক্টরীই লাভ দেখাইছিলো, ওরিয়ন গ্রুপের কোহিনুর কেমিকেল...কিন্তু 2007-এ আইসা শুনি ঐ ব্যাটারা নাকি দুই নাম্বারী ব্যবসা করছে এতোকাল! বাকী ফ্যাক্টরীগুলির বেশির ভাগ উৎপাদনই শুরু করে নাই। অনেকে মেশিন পত্র আর জমি বেচছে! যাউগ্গা আমরা সিঙ্গাপুর আর মালয়শিয়া হওনের স্বপ্ন দেখতে পারি...ঐ স্বপ্ন দেখা অনেক সহজ...একজন অবতার আসবেন ইনুস ছদ্মনামে, যিনি আমাগো দেশরে স্বনির্ভর বানাইবেন, তার হাতের ছোয়ায় মৃতব্যক্তি দৌড়াইয়া বিশ্ব চ্যাম্পিয়ন হইবো... স্বপ্ন দেখতে কোন দোষ নাই...আর তো কোন বিনোদন নাই, এই অবক্ষয়ী রাষ্ট্রে-সমাজে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।