আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রিলান্স্যার হতে আগ্রহী হলে

http://naboprottoy.blogspot.com www.facebook.com/naboprottoy ইদানিং কেন জানি খুব সাধ জেগেছে অনলাইন ফ্রিলান্স্যার হওয়ার। যদিও বা আমার মুখে এ ধরনের কথা একদম মানায়না। যে কিনা ফ্রিলান্স্যারের 'ফ'-ও ঠিকমতোন বোঝেনা। মানুষের আশা-আকাঙ্ক্ষা আসলে বড়ই অদ্ভুত। যাই হোক, এ নিয়ে একটা বই পড়ছি।

বইটি লিখেছেন তরুণ প্রফেশনাল ফ্রিল্যান্স্যার মোঃ মিজানুর রহমান। বইটি মূলত নতুনদের জন্যই লেখা। যাদের নূন্যতম এসব বিষয়ে আগ্রহ আছে বইটি আশা করি তাদের জন্য সামনে চলার খুব ভাল পাথেয় হিসেবে কাজ দিবে। বইটির নাম ''ইন্টারনেটে আত্মকর্মসংস্থান-১''। তবে একটা বিষয় খুব খারাপ লেগেছে তা হল বানান ভুল।

এ ধরনের বইয়ে যা খুবই দৃষ্টিকটু। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি সামনের ভার্সনে শুধরে নেবে। বইটি পড়তে পড়তে মনে হল বন্ধুদের মাঝে শেয়ার করলে মন্দ হয়না। অনেকেরই খুব কাজে দেবে আশা করছি। বইটির কভার দেখুন এখানে এবং বইটি ডাউনলোড করতে পারেন: এখান থেকে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।