আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি আওয়ামিলিগ (3)

আওয়ামিলিগ নিষিদ্ধ

আওয়ামিদের চরিত্রের সন্ধানে বাইরে যেতে হবেনা আমাদের ব্লগে একটু চোখ বোলালেই পয়ে যাবেন। কিছুদিন আগে এক আওয়ামি সাপোর্টার ইসলামি লেখা সহয্য করতে না পেরে ফ্লাডিং শুরু করেছিলেন। তা নিয়ে বাকিগুলো যে নাটক শুরু করে দিয়েছিলো রিতিমত বাংলা সিনামাকেও হার মানিয়ে দিয়েছে। জৈনিক ব্লগারতো ব্লগ বন্ধ করার ষড়যন্ত্র ও আবিষ্কার করে ফেলেছিলেন। মনে হয় উনি প্রথম আলোর সাংবাদিক, কিংবা সাংবাদিকের আত্নিয়, জে এম বি নাটকের যে রচনা এখনো চলছে তাতে ওনার মত লোকের ছাপ পাওয়া যায়।

আরো অনেক ব্লগার এসব নব্য আউয়াদের গাল সহ্য করতে না পেরে ব্লগ ছেড়ে পালিয়েছে। হয়তো পৃথিবির কোন এক কোনে বসে তারা এখনো ভুলে সামহয়্যারে উকি মারে, ভুলে লিখি শুরু করেন অতপর পুরোনো কথা মনে পড়ায় আবার সব ফেলে পালিয়ে যান আর ভন্ড আউয়াদের সাম্যবাদিতার কর্কশ শ্লোগান দেখে নিজের চুল ছেড়ার উপক্রম করেন। কিছুদিন আগে দেখতাম কিছু ব্লগার কতৃপ ক্ষকে নিজের অবস্থান পরিস্কার করার জন্য অনুরোধ করতো, তার অর্থ বুঝতে পারিনি এখন বুঝেছি সেগুলোছিলো স্টুপিড আউয়ার দল যারা নিজেকে সবসময় গনতন্ত্রের মানসপুত্র অথবা কন্যা দাবি করে, যারা শুধু ধর্মের বেলায় নিরপেক্ষতার দাবি করে । আওয়ামির ভন্ড ভাওতাপুর্ন নির্লজ্য গলাবাজি কোনদিনো বন্ধ হবেনা কার এটাই তাদের চরিত্র, তাদের ধর্ম। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে দিন সামহয়ারইন ব্লগ নাম পাল্টিয়ে সামহয়ার ইন আ ওয়ামি ব্লগ নাম রখবেন সেই দিন থেকে আর এই ব্লগে আসবোনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.