আমাদের কথা খুঁজে নিন

   

দেশের জন্য দীর্ঘসময় একই সরকার ক্ষমতায় চান নাকি প্রাক্তনদের সুযোগ দিতে চান বর্তমানদের ব্যার্থতার জন্য ? (আওয়ামিলিগ,বিএনপি এবং জামাতসহ সবার জন্য একটি উন্মুক্ত আলোচনা ও গবেষনামুলক পোস্ট)

ব্লগে আওয়ামিলিগ,বিএনপি এবং জামাত সহ অন্যান্য দলের সর্মথক ভাইয়েরা আওয়ামিলিগ কি আগামি নির্বাচনে জয়লাভ করবে দুই বার জয়লাভের নতুন ইতিহাস জন্ম দিয়ে ? নতুন ইতিহাস এই কারনে যে এই নজির আগে কখনই হয় নি , নির্বাচনে জয়লাভ করলেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি এবং সরকার গঠন করতে পারেন নি । কিন্তু কেন এমনটা হয় ? পাচ বছর কি যথেষ্ট একটি সরকার এর জন্য দেশের কাজ করার ? নির্বাচনের বাকি আর মাত্র এক বছরের একটু উপর । এর ভিতরেই শুরু হয়ে গেছে নির্বাচনের সম্ভাব্য বিজয়ী নিয়ে জল্পনা কল্পনা । একটি বড় কারন আমাদের বিরোধী দল এবং সরকারি দলের বাগ বিতণ্ডা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে । যাই হোক কিন্তু সুস্পষ্ট যে মাঠ গরম হচ্ছে ।

যাই হোক প্রশ্ন করেছিলাম সবার উদ্দেস্যে যে বাংলাদেশের ইতিহাস কি নতুন দিকে যাবে কিনা ? দশ বছর কোন নির্বাচিত সরকার কি টানা দেশ পরিচালনা করতে পারবে কিনা ? আগে একটু নজর দিব আমাদের পাচ বছরের সরকার পরিবর্তনের সুফল এবং টানা দশ বছর সরকারে কোন একটি দল না থাকার কারনে সৃষ্ট সমস্যা গুলুতে। যাই হোক পাচ বছর করে থাকায় আমাদের দেশের মানুষদের অন্তত ৯১,৯৬ আর ২০০১ এর মত বেরথ সরকার বেশী দিন দেখতে হয় নি যাহা এই জাতির জন্য সত্যিই একটি আশীর্বাদ সরুপ । অন্যান্য উন্নত দেশেও এখন সেটাই দেখা যায় । কিন্তু কোন দেশের যদি উন্নয়ন প্রয়োজন হয় তবে আমি মনে করি দীর্ঘমেয়াদি সরকারের প্রয়জনিয়তা রয়েছে । কেননা অর্ধেকের বেশী কাজ হয় না শুধুমাত্র সরকার বদলের কারনে ।

এই বার ধাক্কা খাওয়ার পর আওয়ামিলিগ বেশ সজাগ এবং সফলভাবেই দেশ চালাচ্ছে যদি আমরা কিছু রাজনীতির সাথে জরিত আইন শৃঙ্খলার কথাটি , কিছু সাড়া জাগানো হত্ত্যা ও খুন এবং শেয়ার মার্কেট কেলেঙ্কারি আলাদা রাখি । এছাড়াও আর কিছু ব্যারথতা রয়েছে । কিন্তু তারা গত সরকারের চেয়ে যে সফল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সবাই এক ভাবে চিন্তা করবেন না কারন রাজনৈতিক মতের উপরে আমরা উঠে চিন্তা করি না । যাই হোক সে দিক থেকে বললে আমি বলব এই বার যদি বিএনপি জিতে তাহলেও যাতে তারা দশ বছর ক্ষমতায় থাকে ।

কারন প্রথম পাচ বছর এদের ক্ষিদা থাকে তাই তারা খায় ওই খাওয়ার পরতো অন্তত কিছু কাজ হবে পরের পাচ বছরে । সেদিক চিন্তা করলে অন্তত আমি বলব এই মুহুরতে আমাদের আওয়ামিলিগ সরকার দরকার । আসুন দেখি তাদের অবস্থান কি এবং শক্তিশালী ও দুর্বল পয়েন্ট গুলু কি আওয়ামিলিগের শক্তিশালি পয়েন্ট এই মুহুরতে হল তাদের ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসা এবং মাঠের দখল হাতে থাকায় । এছাড়া দেশ পরিচালনায় তুলনামুলকভাবে বিএনপি থেকে সফল । কিন্তু দুর্বল পয়েন্টও আছে যেমন শেয়ার মার্কেট , কুইক রেন্টাল বিদ্যুৎ , গুম , হত্ত্যা অগণতান্ত্রিক আচরন বিরোধী দলের সাথে , আইন শৃঙ্খলার দুরবস্তা ইত্ত্যাদি ।

কিন্তু সামগ্রিক আরথ সামাজিক দিক চিন্তা করলে অবস্থান এগুচ্ছে শত দুর্নীতি এবং ও ব্যাবস্থা সত্তেও । বিএনপির ভাল পয়েন্টগুলু আসলে আওয়ামিলিগের দুর্বল পয়েন্টগুলুই এছাড়া এরা যোগ্য বিরোধীদলের ভুমিকা পালনে ব্যারথ হয়েছে । এছাড়া সরকারের নানা ভুল তাদেরকে সাহায্য করেছে আবার পুনরায় একত্রিত হতে সেই ভাঙ্গাচোরা দল থেকে । আশা করা যায় অন্তত সুসংঘটিত বিএনপি আগের চেয়ে কয়েকগুন বেশী আসন পাবে এখন যে সরকারের অধিনেই নির্বাচন হোক না কেন বরং আপাত দৃষ্টিতে তাদের মাঠই ভাল দেখা যায় । কিন্তু জামাতের সাথে যদি একই নৌকার সাওয়ারি হলে নৌকা ডুববেই এতে কোন সন্দেহ নেই ।

কেননা যেই বিশাল আত্মসম্মানের যুব সমাজ আমাদের, এরা ওই রাজাকারদের কোনদিন মানেনি এবং মেনেও নেবে কোনদিন ,ইনশাল্লাহ । যাই হোক এদের ছাড়া এই মুহুরতে যদি বিএনপি নির্বাচন করে তাহলে আমার মনে হয় যেই দলই জিতুক উনিশ কি বিশ এর ফারাক বরং সরকার যেভাবে অজনপ্রিয় হচ্ছে তাতে তাদেরই সম্ভাবনা বেশী মনে হয় হবে আর যদি ওই জামাতের অন্তর্ভুক্তি থাকে তাহলে নিশ্চিত পরাজয় মেনে নিতে হবে তাও আবার বিশাল ব্যাবধানে । এছাড়া আর যারা আছেন নাম বলার দরকার নেই একদিকে থাকবেন আর দল ভারি করবেন এই আর কি । যাই হোক দেখার বিষয় এখন কোন দল ভারি আর কোন দল শেষ ঘণ্টায় বাজি মাত করে। ( এই ক্ষেত্রে দল মত নির্বিশেষে পক্ষে–বিপক্ষে সবার মন্তব্যই গ্রহণযোগ্য ।

) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.