আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেমেয়েগুলো যেন থাকে দুধে ভাতে......



বাবা মা সন্তানদের জন্য যে জীবন যুদ্ধে রত তা এমন গভীরভাবে প্রকাশ করতে আমি কখনও দেখিনি। "নবাব নবাবী করে নেতা নেতাগিরী টেনে টেনে গান গায় বাউল ভিখীরি দালাল তো আজ করে দাদা গাজোয়ারী রিকশায় শিষ দেয় যোয়ান সওয়ারী। যুবকরা প্রেম করে প্রৌঢ়রা ঘর ঘরে ঘরে হানা দেয় বাজারের দর। মানুষ ভরসা খুজে দিনে আর রাতে ছেলেমেয়েগুলো যেন থাকে দুধে ভাতে। খেলোয়াড় খেলে আর দেখোয়ার দেখে এত দেখে তবু লোকে পদে পদে ঠেকে লেখকরা লেখে আর প্রকাশক ছাপে সাহিত্য মরে পূজো সংখ্যার ছাদে।

বেকার চাকরী খুজে প্রমোটার প্লট ধমের সার খুজে হিম হিম ছট। মানুষ ভরসা খুজে দিনে আর রাতে ছেলেমেয়েগুলো যেন থাকে দুধে ভাতে। নাচিয়েরা নেচে নেয় বাচিয়েরা বাচেঁ বাঁচবে কি করে লোকে নিভে যাওয়া আচেঁ তবলিয়া ঠেকা দেয় আকিয়েরা রং তালে তাল দিয়ে যায় হ্যাঁ হ্যাঁ বলা সং। থলি হাতে যায় লোকে অলিতে গলিতে জীবন আসলে ব াধা পাকস্থলীতে। মানুষ ভরসা খুজে দিনে আর রাতে ছেলেমেয়েগুলো যেন থাকে দুধে ভাতে।

মানিয়েরা মেনে নেয় একধার থেকে কেউ কেউ যায় তবু প্রতিবাধ রেখে নাইয়েরা স্নান করে গাইয়েরা গান পাইয়েরা পেয়ে যান খাইয়েরা খান। ছেলেরা আড্ডা দেয় গয়লানী ঘোটে মিছিমিছি গালি দেয় যারা হিংসুটে। মানুষ ভরসা খুজে দিনে আর রাতে ছেলেমেয়েগুলো যেন থাকে দুধে ভাতে। বক্তা বকুনী মারে ভাত মারে কারা রাজনীতি দিয়ে ঢাকা তাদের চেহারা কেউ ছুড়ে হাত বোমা কেউ প্রণামী কান ছুড়ে ছুড়ে করি টাকার গোলামী। গোলাম মালিক খুজে মালিক গোলাম গোলাম হয়েও আমি গেয়ে রাখলাম মানুষ ভরসা খুজে দিনে আর রাতে ছেলেমেয়েগুলো যেন থাকে দুধে ভাতে।

" [link|http://www.yousendit.com/transfer.php?action=download&ufid=EB2F5903613BEBD0| kyb

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.