আমাদের কথা খুঁজে নিন

   

আমাকে কি বলল জানেন ?, আমি তো শুনেই হাসিতে আত্নহারা

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

হঠৎ করে কি কাজে যেন এক কাজে এক Kollege(পুরুষ) এর সাথে কথা বলছি । লোকটি ছিল অস্ট্রিয়ান । কিছুক্ষণ এর মধ্যেই আরেকজন কলিগ আসল সে ছিল জামার্ন ভাষায় কিছুটা কাচাঁ, ঠিক আমার মত । তবে ভাল দ্রুত কথা বলতে পারত । আমি বুঝলাম যে, ব্যাপারটা এরকম হবে না, অন্যরকম হবে ।

মাঝখান থেকে নতুন আসা কলিগ বলে উঠল, 'Das geht nicht.' . তখন সাথে সাথেই বলে উঠলাম Wieso? .(কোন কারণে?/কেন?) শুনে যেভাবে তাকাল মনে হয় হাজারো মন্দির এর ঘন্টা বাজছে । আমিও অবাক দৃষ্টিতে তাকালাম । যদিও আমার ভুল ছিল না, আমার তর্ুিকশ কলিগ বুঝতে ভুল করেছে । যা হোক । তুর্কিশ কলিগ তার ভুল বুঝতে পেরেছে ।

কিন্তু যার থেকে জ্ঞান আনা নেওয়া করছিলাম, সেই অস্ট্রিয়ান কলিগ হঠাত খেয়াল কর যে, সে নিজেই ভুল করেছে । তখনই বলে উঠল ''গেহ শাইসে অয়দা'' । যদিও অর্থটা খারাপ তবুও যেইক্ষেত্রে ব্যবহার করেছে, তা বন্ধুদের সাথেই ব্যবহারযোগ্য । এই শব্দবলীর কোন বাক্য হলেও শুদ্ধ হয় না । কিন্তু বাংলা ভাষার সাথে তুলনা করলে হাসিতে লুটোপুটি খেতে হয় ।

আমি হঠাত করে মনে মনে তার তরজমা করে এক ফাটাঁ হাসি দিলাম, এখন তারা মুখ হাঁ করে , অবুঝ এর মত দুইজনেই তাকিয়েঁ রইল । আর মনে মনে, মনে হয় ''পাগল'' বলছিল । উচ্চারণ: Kollege=খলেগে Wieso?=ভীসো ?। তবে এখানে ''সো'' এর উচ্চারণ অনেকটা ''জো'' এর মতন হবে ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.