আমাদের কথা খুঁজে নিন

   

যশোরে শুরু হয়েছে মধুমেলা

ফালতুপ্যাচাল

বাংলা সাহিত্যে অমিত্রার ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের 183 তম জন্মবার্ষিকী উপল েবৃহস্পতিবার থেকে যশোরের সাগরদাঁড়িতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী 'মধুমেলা'। কবির জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মেলা উপল েআলোচনা অনুষ্ঠান, সংগীত ও নৃত্য পরিবেশনা এবং যাত্রাপালার আয়োজন করা হয়েছে। মেলা উপল েসাগরদাঁড়িতে এখন সাজ সাজ রব। সকাল থেকেই বিভিন্ন এলাকার শত শত নারী-- পুরুষ ও শিশু ভিড় জামাচ্ছে মেলায়। সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও মেলার প্রায় দু'শতাধিক স্টলে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

এসব স্টলে পাওয়া যাচ্ছে আসবাবপত্র, শীতের কাপড়, মনোহারি দ্রব্য, শিশুদের খেলনা এবং বিভিন্ন প্রকার মুখরোচক খাবার ও মিষ্টি। 25 জানুয়ারি মধুকবির জন্মবার্ষিকী উপল েবৃহস্পতিবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনার কবির মোহাম্মদ আশরাফ আলম মেলা এবং মধুমঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মধুমঞ্চে প্রতিদিন কবির দেশপ্রেম, মধুসূদন ও আধুনিকতা, মধুসূদনের সাহিত্যে পাশ্চাত্যের প্রভাব, তার জীবন ও সাহিত্য, মধুসূদনের কাব্যসম্ভার, বাংলা সাহিত্যে সনেট ও মধুসূদন শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনায় অংশ নেবেন দেশের বরেণ্য সাহিত্যিকরা। অবশ্য মেলার মানোন্নয়ন নিয়ে হতাশ মেলার মাঠ বন্দোবস্তকারী ওহাবুজ্জামান।

তিনি বলেন, "1994 সালের আগ পর্যন্ত মেলা স্থানীয়ভাবে বেসরকারি উদ্যোগে পরিচালিত হতো। এখন সরকারি ব্যবস্থাপনায় হলেও মেলার মানগত কোনো উন্নতি হয়নি। " মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।