আমাদের কথা খুঁজে নিন

   

বোধোদয়

আমি একজন কামলা...

সঙ্গীত পিপাসু এই মন সুরের খোঁজে সারাক্ষণ। ছেড়ে এই জনপদ দূর-দুরান্ত ঘুরেছি কতো। খুঁজেছি সেই আরাধ্য সকল অভিলাস ছেড়ে। তবু মাঝে মাঝে আনমনে মনে পড়ে তোমার হাসির ঝংকার বুঝি সবচাইতে বিশুদ্ধ সংগীত। চিত্রকর তো আমি নই তবু চিত্রের সৌন্দর্যে ডুবে রই।

খুঁজে ফিরি পৃথিবীর সকল প্রান্তে অসীম ধৈয্যর্ে, নিরলস সাধনায়। যে ছবি আঁকা মনের একান্তে অদৃশ্য তুলিতে হৃদয়ের ক্যানভাসে। পাগলের মত খুঁজি সেই ছবি, তবু পাই না। তখন বুঝি্ত তোমার মুখোচ্ছবি দ্বিতীয়টি সম্ভব নয়। অসম্ভব এক ইচ্ছা নিয়ে হয়েছিলাম বিবাগী হয়তো খুঁজে পাব একদিন... আজ বহু পথ ঘুরে হলো বোধোদয় যে গেছে চলে সে ফিরে আসবার নয়।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।