আমাদের কথা খুঁজে নিন

   

আকাশ বাড়িয়ে দাও

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

আমাদের সবার মনে একটা আকাশ আছে। সেই আকাশের গায়ে হাজার রং। অসংখ্য নক্ষত্র জ্বলজ্বল করে সারাক্ষণ। কখনো কখনো নক্ষত্রের পতন হয়।

কখনো উল্কা আঘাত হানে। কখনো আবার নতুন ছায়াপথের সন্ধান মেলে। এই আকাশটার মাপ কিন্তু আমাদের মনের মাপেই। আমাদের মনের বিসতৃতি যতদূর আমরা ঠিক ততটুকু দিগন্তের অধিকার অর্জন করতে পারি। আজ আমাদের মনের আকাশে ভর করে আছে কালো মেঘ, আকাশটা বড় সংকুচিত হয়ে পড়েছে।

হা ঈশ্বর, যদি সত্যিই তুমি থাকো, তবে শুধু একটিই চাওয়া - আকাশ বাড়িয়ে দাও। এই পৃথিবীর আনন্দযজ্ঞে হাজারো মানুষের বাস। সবাই পারে না সবটুকু সৌন্দর্য উপভোগ করতে। তার জন্য প্রয়োজন একটা শিল্পী মন। অনুভূতির শেকড় বিসতৃত করতে পারলেই তো আস্বাদন করা যায় মৃত্তিকার বুকে সঞ্চিত সুধা।

দৃষ্টির সীমানা ছাড়িয়েও সৃষ্টিকে যে হৃদয়ঙ্গম করতে পারে সেই প্রকৃত মানুষ। -------------------------------------------------------------------------------- এখন শুধু নিজেকে নিয়ে ভাঙ্গা-গড়ার দিন . . . . আমার ভেতর নামছি আমি আমার মাঝেই ভাসছি, আমার বুকে রক্তক্ষরণ তবুও দেখো হাসছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।