আমাদের কথা খুঁজে নিন

   

সরলা দেবী

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

সরলা দেবী (1872-1945) ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের (1861-1941) বোন স্বর্ণকুমারী দেবীর মেয়ে। স্বর্ণকুমারী দেবী (1855-1932) দেবেন্দ্রনাথ ঠাকুরের দশম সনত্দান। তার জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাকোয়। সরলার বাবা জানকীনাথ ঘোষাল ইনডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

কবি কামিনী রায় ও লেডি অমলা বসু ছিলেন সরলার সহপাঠী। তিনি 1886 সালের প্রবেশিকা পরীৰায় প্রথম স্থান অধিকার করেছিলেন। 1890 সালে ইংরেজিতে বিএ অনার্স ডিগ্রি লাভ করেছিলেন। ইংরেজি ছাড়াও ফ্রেঞ্চ, সংস্কৃত ও ফারসি ভাষায় দৰতা ছিল। তার স্বামী রামভুজ দত্ত চৌধুরী ছিলেন লাহোর থেকে প্রকাশিত হিন্দুসত্দান পত্রিকার সম্পাদক।

মহীশূরের মহারানী গার্লস স্কুলে পড়াতেন তিনি। তিনি ইনডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যুক্ত ছিলেন। জ্যোতিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সহিংস স্বদেশি গ্রম্নপ গঠনে তিনি সক্রিয় সহযোগিতা করেছিলেন। লক্ষ্মীর ভা-ার নামে তিনি নারীদের হাতে বোনা কাপড় তৈরির একটি আন্দোলনের ডাক দিয়েছিলেন 1904 সালে। পাঞ্জাবের নারীদের শিৰা বিসত্দারের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন।

ভারত স্মৃতি মহাম-ল তার চিনত্দাতেই গঠিত হয়েছিল। 1910 সালে তিনি নারীদের জন্য সর্বভারতীয় একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তাকে ভারতীয় ও বাঙালি নারীদের মধ্যে প্রথম নারীবাদী হিসেবে গণ্য করা হয়। লেখক ও সাংবাদিক হিসেবেও তিনি অগ্রগণ্য ছিলেন। তার আত্মজীবনী জীবনের ঝরাপাতা বাংলা ভাষায় একটি উলেস্নখযোগ্য সাহিত্যকর্ম।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।