আমাদের কথা খুঁজে নিন

   

কয়েকটা ঘুড়ি

আমার ব্যক্তিগত ব্লগ

আজ সকালে মুগদা পাড়া মোড়ের পাশ দিয়ে বিশ্বরোড দিয়ে যাবার সময় এক ঝলকের জন্য একটা ছবি দেখলাম, যা আমাকে পরবর্তি 30 মিনিট ভাবিয়েছে। 1টা রিক্সায় 3টা ছেলে বসে ছিল। সবার বয়স 10-12 বছরের মধ্যে। দেখলে বোঝা যায় মধ্যবিত্ত ঘরের ছেলে। হাতে এক রাশি রং বেরংয়ের ঘুড়ি।

খুবই যত্নের সাথে নিয়ে আসছিল। বার বার গুনে দেখছিল, সব ঠিক আছে কিনা। রিক্সার উপরে যে বসেছে, সে আবার উবু হয়ে নিচের ছেলেদের বলছে (অবস্থা থেকে আন্দাজ করলাম) ঘুড়ি ঠিক মতোন ধরার জন্য। ভাবলাম, দেশের কি অবস্থা, কোথায় যাচ্ছে। সেটার সাথে ওদের কোন সম্পর্ক নেই।

ওরা আছে ওদের শপ্নের দুনিয়ায়, যা খুবই সুন্দর, এরকম সুখেই যেন সব সময় থাকুক, কোন মলিনতা যেন স্পর্শ না করে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।