আমাদের কথা খুঁজে নিন

   

ক্যানসারের সঙ্গে যুদ্ধে মনীষার অনুপ্রেরণা যুবরাজ সিং

মরণঘাতী ক্যানসারকে পরাস্ত করেছেন নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। ক্যানসারকে হারানোর এই যুদ্ধে ক্রিকেটার যুবরাজ সিং তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছেন বলেই জানিয়েছেন ৪৩ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হয়ে উন্নত চিকিত্সা নিতে গত বছরের ডিসেম্বরে নিউইয়র্ক গিয়েছিলেন মনীষা। দীর্ঘমেয়াদি চিকিত্সা শেষে গত মে মাসে তাঁকে ক্যানসারমুক্ত ঘোষণা করেন চিকিত্সকেরা। জুন মাসে নিউইয়র্ক থেকে মুম্বাইয়ে নিজ বাসায় ফেরেন মনীষা।


সম্প্রতি মনীষা ক্যানসারবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপালের কাঠমান্ডুতে গিয়েছিলেন। ক্যানসারকে পরাস্ত করার পর এই প্রথম মাতৃভূমির মাটিতে পা রাখলেন তিনি।
এ বিষয়ে মনীষা বলেন, ‘ক্যানসারের বিরুদ্ধে কঠিন যুদ্ধে জয় পেয়েছিলেন যুবরাজ। ক্যানসারকে পরাস্ত করার যুদ্ধে তাঁর এ জয় আরও অনেকের মতো আমাকেও অনুপ্রাণিত করেছে। ’
মনীষার ব্যবস্থাপক সুব্রত ঘোষ জানান, লেনিন রাজেন্দ্র পরিচালিত মালয়ালম ছবি ‘ইডাভাপতি: নো ম্যানস ল্যান্ড’-এর মাধ্যমে মনীষা ছবির শুটিংয়ে ফিরবেন নভেম্বর মাসে।

কিন্তু মনীষা জানিয়েছেন, ডিসেম্বরের পর ছবির কাজ শুরু করবেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘ডিসেম্বরের পর ছবির কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। তত দিন পর্যন্ত বিশ্রাম নেব আমি। ’
মনীষা আরও বলেন, ‘আমি একজন শিল্পী। অভিনয়কে আমি প্রচণ্ড ভালোবাসি।

অনেক কাজের প্রস্তাব পাচ্ছি। যতদ্রুত সম্ভব চলচ্চিত্রে ফিরতে চাই। ক্যানসারকে উপজীব্য করে লেখা ভালো কোনো চিত্রনাট্য পেলে অবশ্যই আমি সেই ছবিতে কাজ করব। ’।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.