আমাদের কথা খুঁজে নিন

   

গল্পঃ অতি চালাকের গলায় দড়ি



এক লোকের একটা দামী জিনিস চুরি হয়ে গেছে। লোকের সন্দেহ তার চাকরদের মধ্যে থেকেই কেউ কাজটা করেছে। তো চোর ধরার জন্য সে একটা প্ল্যান করল। চাকরদের ডেকে সবাইকে একটা করে কাঠি দিল। প্রত্যেকটা কাঠির দৈর্ঘ্য এক ফুট। চাকরদের বলল এই কাঠি বিছানার পাশে রেখে রাতে ঘুমাতে, যে চোর তার কাঠি সকালে ৬ ইঞ্চি বেড়ে যাবে। পরদিন সকালে সে চাকরদের ডাকলো। দেখা গেলো সবার কাঠি এক ফুটই আছে শুধু একজনেরটা ৬ ইঞ্চি ভাঙ্গা। যে আসল চোর সে কাঠি বেড়ে যাওয়ার ভয়ে আগেই ৬ ইঞ্চি ভেঙ্গে রেখেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।