আমাদের কথা খুঁজে নিন

   

আইফোন, অ্যান্ড্রয়েড এ বাংলাদেশিদের গেম! (পর্ব -২)

বাবল ট্যাপিং  (Bubble Tapping) গেম টি তে অনেক রকমের বাবল আছে। বাবল ফুটানোই এই গেম টির কাজ। কিছু কিছু বাবল স্কোর বাড়াতে সাহায্য করে। আর কিছু বাবল স্কোর কমিয়ে দেয় অথবা গেম লাইফ কমায়। সেগুলো না ফুটানোই ভাল।

গেম এ একটি বিশেষ বার আছে। সেখানে শামুক, বোমা, চুম্বক আর মৌমাছি আছে। বাবল ফুটালে কয়েন পাওয়া যায়। আর এই কয়েন গুলো দিয়ে ওই সব পাওয়ার কেনা যায়। পাওয়ার গুলো বাবল ফুটাতে গেমার কে সাহায্য করে।

৫ টি বাবল ফুটাতে ব্যর্থ হলে অথবা 'মৃত্যু' বাবল ফুটালে লাইফ শেষ হয়ে যাবে।
http://www.youtube.com/watch?v=uBY3VBTEZAk
বাবল ট্যাপিং  (Bubble Tapping) গেম প্লে ভিডিও
বাবল ট্যাপিং  এর গ্রাফিক্স এক কথায় অনবদ্য। গেম টির কমিকস এর কথা আলাদা করে বলতে হয়। কমিকস এ আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই। যার কোন কারনে মন খুব খারাপ।

বাবল ফুটানোর মাধ্যমে তার মন ভাল হওয়া টাই এই গেমের প্রধান বিষয়। এই গেম এ বাবল ফুটানোর মধ্য দিয়ে আপনার মন ভাল করার চেষ্টা করবে। প্রধানত বাচ্চা দের জন্য গেম টি তৈরি হলেও বড় দের ও ভাল লাগবে। অনেকেই তাদের শৈশব কে মিস করবেন গেম টি খেলে। গেম টির আবহ সঙ্গীত ও এক কথায় চমৎকার।

  বাবল ট্যাপিং গেম টি পুরোই ফ্রি। তাই গেম টি খেলতে ভুলবেননা!
আইটিউনস ডাউনলোড লিঙ্ক -  http://bit.ly/17sIBTd
গুগল প্লে স্টোর ডাউনলোড লিঙ্ক -  http://bit.ly/163TBHL

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.