আমাদের কথা খুঁজে নিন

   

নিজ হাতে কোরবানী



আমরা মুসলিম দেশ, বা মুসলিম সংখ্যাগরিষ্ঠতা সম্পন্ন আর তাই বলেই হয়ত বেশ কিছু জিনিষ আমরা "হুজুর শ্রেণীর" উপরে আউটসোর্স করে ফেলেছি যেগুলো সাধারন সাদাসিদা মুসলমানের একেবারে বেসিক হিসাবে অভ্যাস থাকা উচিত। তার মধ্যে কেউ কেউ উল্লেখ করেছেন অর্থ বিনিময়ে কোরান খতম পড়ানো এবং আরো কিছু। এইরকমই একটা বিষয় হল জানাজার নামাজ, যেখানে পাড়ার মসজিদের হুজুরের চেয়ে মৃতের ছেলে, স্বামী বা পরিবারের কোন পুরুষের দাবি এবং দায়িত্ব দুটোই অনেক বেশী, যেটা দুঃখজনকভাবে বাংলাদেশের খুব কম পরিবারেই আমি দেখেছি। আজকের বিষয় শিরোনাম দেখে কেউ এর মধ্যে আন্দাজ করে ফেলতে পারেন। তা হল আল্লাহর ওয়াস্তে এই জীবিত প্রানীটিকে হত্যার সবচেয়ে বেশী অধিকার আসলে যে ব্যাক্তির নামে কোরবানী হচ্ছে।

একই প্রাণীতে একাধিক শরীক থাকলে অন্ততঃ তাদের মধ্যে থেকে একজনের এগিয়ে আসা উচিত। আমরা একেবারেই আরেক শ্রেণীর হাতে এই দায়িত্ব ছেড়ে দিয়েছি। অনেকের কাছে প্রয়জনীয় ছুরি বা অন্য অস্ত্র নাই কিন্তু মূল বিষয় আমার কাছে মনে হয় সাহসের অভাব বা নিজে করব তা কখনো চিন্তা না করা। অন্ততঃ ইমাম বা হুজুর কাউকে কাছে রেখে নিজে অস্ত্রপ্রয়োগ করা এবং তাদের থেকে শিখে নেয়া। তাতে এক দিকে নিজে কোরবানী করার নেকীপ্রাপ্ত হলেন।

আপনার নিয়ত বিশুদ্ধ থাকল এর মাঝে কারো কোন অর্থসংযোগের কোন সুযোগ নেই। সর্বোপরি অন্যের উপর নির্ভরশীলতা আর থাকল না। আর আমার ব্যাক্তিগত মত হল, উত্তম শ্রেণীর কোরবানি হল নিজের পালনকৃত পশুর মাঝে প্রিয়টিকে আল্লাহর জন্য ত্যাগ করা, বর্তমান সময়ে সেটি সম্ভব না হলে কম পক্ষে নিজ হাতে জবাই তো করতে পারি আমরা। আমি বড় হবার পর একবার করেছিলাম আমাদের বাসার জন্য কেনা গরুটিকে। তার পরেই দেশ ছাড়তে হল।

আবার যে কবে সুযোগ পাব। সকলে দূয়াপ্রার্থী। কেউ চাইনিজ জানেন? কোরবানীর ছবি খুজতে গিয়ে বের হয়ে গেল ঃ) !@@!340526 !@@!340527 !@@!340528 !@@!340529 !@@!340530 !@@!340531

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.