আমাদের কথা খুঁজে নিন

   

আর্য্য সংগীত সমিতির একশো বছর পূর্তি

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

গত ২০'শে ডিসেম্বর আর্য্য সংগীত সমিতির ১০০ বছর পূর্তি হলো। খবরটা প্রথম আলোয় পড়ার পর মাথায় একটা স্মৃতি চাগাড় দিয়া উঠল। ১৯৯৫ সাল, নটরডেম কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমার এক বান্ধবী আর্য্য সংগীত সমিতির সাথে ঢাকায় আসছে। ওস্তাদ মিহির লালা দলের লিডার, বিশাল দল নিয়ে ঢাকায় আসছে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠান করবার জন্য।

আমি যদিও কোন কালে শাস্ত্রীয় সংগীতের ভক্ত ছিলাম না, কিন্তু সুন্দরী বান্ধবীর কল্যাণে শাস্ত্রীয় সংগীতের রস আস্বাদন করতে শিখেছি তখন। সন্ধ্যার সময় সেতার নিয়ে স্টেজে পারফর্ম করছিলো ও, আমি গভীর মনোযোগে শুনছি। এক লোক আমাকে পর্যবেক্ষণ করা শুরু করেছে । এক সময় জিজ্ঞাসা করল , '' ভাই আপনাকে দেখছি মনে হয় ?'' আমি গভীর মনোযোগে স্টেজের দিকে, দুই মিনিট বাদে বললাম '' দেখতেও পারেন '' এর পর বেমক্কা যে কথা বলল সেটার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। '' আপনি ও গান-বাজনা করেন, তাই না।

আপনাকে টিভিতে দেখছি '' এরকম একটা মওকা ছাড়ার লোক আমি না। বললাম, '' অনেক দিন আগের কথা বলছেন আপনি, টিভিতে আমি এখন আর প্রোগ্রাম করি না। টিভিতে চোখ এবং কান দুটোই ব্যবহার করতে হয়, তাই সংগীতের রস আস্বাদন হয় না। এখন শুধু রেডিও তে করি। '' ঐ লোক তখন বললো, '' হ্যাঁ , হ্যাঁ অনেক আগেই দেখছি আপনাকে টিভিতে '' যাই হোক আমার বয়েস তখন ১৭ ছুই, ও রে আমার শিল্পী প্রোগ্রাম শেষ হওয়া মাত্র ফুটছি , শেষে না ধরা খাই।

তবে ঐ কনভারসেশনের পর ইচ্ছা না থাকলেও বাকী সময় গভীর মনোযোগের ভাব চেহারায় রাখতে হয়েছে। আমার বান্ধবী তো পুরা প্রোগ্রাম করে নাই যে স্টেজে গভীর মনোযোগ থাকবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.