আমাদের কথা খুঁজে নিন

   

ডলবি প্রতিষ্ঠাতার জীবনাবসান

ডলবি ল্যাবরেটরিসের প্রতিষ্ঠাতা হিসেবেই পরিচিত ডলবি। ১৯৬৫ সালে পরিষ্কার শব্দ প্রক্ষেপণের প্রযুক্তি উন্নত করতে তিনি গবেষণাগারটি স্থাপন করেন। পরবর্তীতে তার উদ্ভাবিত প্রযুক্তি চলচ্চিত্র শিল্পে বিপ্লব ঘটায়। ডলবি প্রযুক্তিযুক্ত প্রথম চলচ্চিত্র ছিল ১৯৭১ সালে স্ট্যানলি কুবরিকের এ ক্লকওয়ার্ক অরেঞ্জ।
ভিডিও টেপ রেকর্ডিং প্রযুক্তিরও সহউদ্ভাবক ছিলেন ডলবি।


তিনি ‘নয়েজ ফ্রি স্টেরিও’ এবং সারাউন্ড সাউন্ড প্রযুক্তির উদ্ভাবক, যেটি এখন আধুনিক স্মার্টফোন ও কম্পিউটারেও ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রে এ ধরনের শব্দ প্রযুক্তির ৫০টি পেটেন্ট রয়েছে ডলবির।
ডলবি ল্যাবরেটরিসের প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন ইয়ামান বলেছেন, “ডলবি ছিলেন আবিষ্কারে বিশ্বাসী। তিনি নতুন কিছু আবিষ্কারের নেশায় বিভোর থাকতেন। এছাড়া যেসব টুল তিনি আবিষ্কার করেছেন, তাতে সাফল্যও পেয়েছেন।

তার উদ্ভাবনী চিন্তাগুলো আমাদের সবাইকে অনুপ্রেরণা দিত। ”
১৯৩৩ সালের ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করেন কেমব্রিজ ইউনিভার্সিটিতে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।