আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচের প্যাঁচে পাঁচটি পঁ্যাচ

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

আপাতত: আমি ভয়ংকরভাবে কাফকাচ্ছন্ন। বন্ধুরা বললো 'কাফু' রোগের নাম। কাফকা থেকেই এসেছে। কাল ছুটির দিন ছিল। দুপুরের খাবার না হলে সাধারনত: চলে না একেবারেই।

অখচ সারাদিন কাফু তে আক্রান্ত থেকে রাতে মনেই করতে পারছিলাম না, দুপুরে খেয়েছি কি না। তাই পাঁচের প্যাঁচে পঁ্যাচ কষে রোগমুক্তির পথ খুজছি। 1) মুক্তিযুদ্বের কিছু আগে জন্ম আমার। হারামীদের চেহারা এখনও ভাসে চোখের সামনে। ওদেরকে চিনি।

তাই ক্ষমা করতে পারি না ও দেশের বর্তমান রাজনৈতিক গতি প্রকৃতি মেনে নিতে নিতে পারি না। 2) বন্ধুরা বলে, আমার শরীরটা নাকি কাচের তৈরী। ভেতরের সব নাকি স্পষ্ট দেখা যায়। অনেকে একে দুর্বলতা হিসেবে দেখে। আমি নিজে একে আমার শক্তি বলেই মনে করি।

3) মানুষকে ভালবাসি সবচেয়ে বেশী। খুব কাছের মানুষদের জন্যে এ ভালবাসা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে ভাবার সুযোগ পায় না। বিয়ে করেছি দু'বার। 4) টাকা পয়সার অবস্থা তথৈবচ।

বেশীরভাগই যায় অন্য দেশ দেখার পেছেনেই। বড় বড় শহরের চেয়ে প্রকৃতিক বৈচিত্র ভাল লাগে বেশী। মাঝে মাঝে বিলাসিতা করি। তারপর আবার ফতুর। 5) যথেষ্ট গোযাড়।

ধার্মিক নই, তবে সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাসী। অনেক কাজে হাত দিই বলে অনেক সময় কোনটাই ভাল করে উঠতে পারি না। নিজের কাছে সৎ থাকাটা আমার কাছে ভীষন জরুরী। আপনারা আমার 'কাফ'ু রোগমুক্তির জন্যে দোওয়া করবেন, আশা করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।