আমাদের কথা খুঁজে নিন

   

মাইনকার চিপা থেকে বলছি..

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

মোট তিনবারের চেষ্টায় আজ ব্লগে ঢুকতে পেরেছি। এই মুহুর্তে কুমিল্লায় । এখানকার নেটএর লাইনের সাথে পদ্ম পাতার জলের কোন তফাৎ নাই। এই আছে তো এই নাই! ****** অবরোধের কল্যানে আমার প্ল্যানিংয়ে বিশাল পরিবর্তন করতে হয়েছে। বেশ কিছু ট্যুরে যাবার প্ল্যান ছিল। হাসিনা ও খালেদা ম্যডামের অবদানে সেসব জলানজলি দিয়ে বসে আছি। এই মাইনকা চিপার হাত থেকে কবে মুক্তি পাবো জানি না! ****** এইটুকু আগে পোষ্ট করি, নইলে দেখা যাবে এটাও হাওয়া ( ভবন নয়) হয়ে গেছে। সবাইকে সোঁদা মাটির শুভেচ্ছা সহ জানাই, আমি সহি সালামতে আমার পরাণের বেহেশতে পদার্পণ করতে পেরেছি। বেঁচে থাকলে দেখা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।