আমাদের কথা খুঁজে নিন

   

আমি পড়েছি মাইনকার চিপাই

ঘুমিয়ে পড়ার আগে......

আমাদের সামনের বাসাই এক আঙ্কেল থাকে.উনার সাথে আবার চাচার ভাল সম্পর্ক হওয়ার কারণে ,আমাদের সাথেও উনার ভাল যোগাযোগ রয়েছে.2005 সালের মাঝামাঝি সময়ে আঙ্কেল এসে আমাকে বলল উনার মেয়ে নাইন এ পড়ে . Accounting পড়ানোর জন্য আমি যেন একজন স্যার ঠিক করে দিই. আমি আমার এক দোস্তকে ঠিক করে দিলাম.সে নিজেও ভাল ছাএ,আবার Student ও ভাল পড়াই.সে মেয়েটাকে শুধু নাইন পর্যন্ত পড়াল.তারপর চলে গেল.মেয়ে মনে হয় SSC তে ভাল রেজালট করেনি.আঙ্কেল এসে আবার ধরল স্যার ঠিক করে দেওয়ার জন্য.আমি আবার আগের দোস্ত কে ঠিক করে দিলাম.আগে যদি জানতাম...... সব কিছু তো মনে হয় ঠিক ঠাক মতই চলছিল.এই ঈদের পর মেয়ের বাপ মা গেল দেশের বাহিরে.মেয়ে এই সুযোগে দোস্ত কে ফোন দিয়ে বলে .........আমি যে তোমাই ভালবাসি(ক্লোজআপহাসি) ....আমার দোস্ত বলে তাহলে আমি কেন না বাসি ........বাস আর কি ঘটনার হল শুরু. মেয়ে তার বাসার টি এন্ড টি থেকে দোস্তরে ফোন কইরা বিল তুলল প্রায় দুই তিন হাজার টাকা(এই মাসের বিল দিলে কনফার্ম হওয়া যাবে)(খাইয়ালামু) .পরে দোস্ত মেয়েরে মোবাইল গিফট দিল....মেয়ের বাপ মা ছাড়া .....মেয়ের বাসার আর সবাই এই খবর জানল. দোস্ত কালকেই আমারে এই খবর জানাল.আমি কই যা করেছ ভাল করেছ ,কিন্তু মোবাইল ফোন দিতে গেলা কেন......যা কর একটু চিন্তা ভাবনা কইরা কর.মেয়ের বাপ মা এখন দেশে.......যদি এই খবর পাই.... আঙ্কেল যদি এই খবর পাই.আর টি এন্ড টি ফোনের বিল এত বেশি আসল কেন তার যতি খোঁজ লাগায়....দোস্তরে কি করব বলতে পারিনা....তই আমারে কইব আস তোমার লগে ফুটবল খেলি(আম্মাআআ) ...আমি যে কই যাই.....আমি আগেই কইসিলাম আমি নাটক খাই না....এখন পড়সি মাইনকার চিপাই. ........................................... সব কিছু জেন ভালই ভালই শেষ হয়(আম্মাআআ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।