আমাদের কথা খুঁজে নিন

   

লোকজ ছড়া-2

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

১. আমরার আবু রান্ধে বারে হউর বাড়িত যাইতো আম দিতাম কাডল দিতাম চাইট্টা চুইট্টা খাইতো রেশমী একটা রুমাল দিতাম আত টাত মুছতো উইল্লা একটা বিলাই দিতাম কাডা কুডা খাইতো। ২. আমরা দুইডা ভাই বাদাম বেইচা খাই ছুটকি মাছের পুটকি দিয়া হারমনি বাজাই। ৩. উস্যি গাছের তলে ভাবী গোসুল করে কাইল্লা জামাই দেইক্যা ভাবী চদর বদর করে রাঙা জামাই দেইক্যা ভাবী ফুল বিছানা করে। সৌজন্য: হযরত আলী দেবল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।