আমাদের কথা খুঁজে নিন

   

আবহাওয়ার পেরেমাভাস!

সযতনে খেয়ালী!

তাজ্জিব ঘটনা। গতবছর এই সময় ইয়া ভুসমা সাইজের বরফ (অই হইলো সুনু আরকি) ঠাশঠুশ কইর্যা পরছে, রাস্তাঘাট বন্ধ কইর্যা জনজীবন অচল কইর্যা দিছে। মাগার এইবার আজব কিসিমের কারবার। 15 দিন ধইর্যা হমানে বাদলা। গাট্টুমারা ঠান্ডার মইধ্যে কুড়কুড়, ঝিরঝির কইর্যা পানি পড়তাছে তো পড়তাছেই। কাইলকা অাঁৎকা গেলো হেইডাও বন্ধ হইয়া। আইজকা সকালে ঘুম থগাইক্যা উইঠ্যা বাইর হইয়া দেখি তামশা! বসন্তের লাহান একটা অবস্থা। নভেম্বর মাস, ঠান্ডা নাই আছে কিঞ্চিৎ উষ্ণতা, বৃষ্টি নাই আছে মাঝারী ধাচের হালকা বাতাস, সূর্য নাই আছে মেঘে ঢাইক্যা দেওয়া আসমান। আমি ওয়েদারের ভাবসাব বুঝতাছিনা, পাগল হইয়া গেলো নি? দেইখ্যা মনে হইতাছে ওয়েদার ব্যাটা পেরেমে পড়ছে, হের লাইগ্যা আজ্জিব এই কাহিনী করতাছে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.