আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের দিনের আবহাওয়ার পূর্বাভাস

বাংলাদেশের মুসলমানরা বুধবার ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন করবেন। সকালে ঈদের জামাতের পরপরই সারা দেশে পশু কোরবানি দেয়া হবে।    
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়,  রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের  অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণের পূবার্ভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
মঙ্গলবার দুপুরের পরও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।


অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব ও পশ্চিমমুখী বাতাসের চাপে এ ধরনের বজ্র বৃষ্টি হয়। তবে দুই ঘণ্টার বেশি তা স্থায়ী হয় না। আবার নতুন করে মেঘ জমতেও সময় লাগে।
“তাই বলা যায় বুধবার রাজধানীতে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা কম। ”
ঈদের সকালে হাজার হাজার মুসল্লি খোলা আকাশের নিচে নামাজ আদায় করেন।

খারাপ আবহাওয়ার কারণে নামাজ আদায়ে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেজন্য বিশেষ প্রস্তুতিমূলক ব্যবস্থাও নেয়া হয়।
প্রতিবছরের মতো এবারও রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ মাঠে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর মোট পাঁচটি জামাত হবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.