আমাদের কথা খুঁজে নিন

   

ইয়াহিয়া'র মতো আচরণ কইরেন না!



ইয়াহিয়া'র মতো আচরণ করলে তার দশাই বরণ করতে হইবো। একাত্তরে ইয়াহিয়াও চাইছিল - বাঙগালীদের হাতে কিছুতেই ক্ষমতা দেয়া যাবে না। অবশেষে তার কি হইছিল - তা আমরা সবাই জানি। বিএনপি-জামাত জোটও গত পাঁছ বছর ধরে এমন ভাবে প্রশাসন, পুলিশ, র্যাব, নির্বাচন কমিশন, ভোটার তালিকা এমনকি চীফ এ্যাডভাইজার হিসেবে ইয়াজউদ্দিনকে ঠেলে দিয়ে - আওয়ামীলীগ যাতে কোন মতেই ক্ষমতায় আসতে না পারে সে ব্যবস্থা করে রেখেছিল। একাত্তরে ইয়াহিয়া'র ঠ্যাডা মালিক্কা'র মন্ত্রীসভায়ও জামাতের দুইজন মন্ত্রী ছিল - গোলাম আযম ও আব্বাস আলী। আর গত বিএনপি-জামাত জোটেও জামাতের দুইজন মন্ত্রী ছিল - নিজামী ও মোজাহিদ। তাই বলছিলাম - ইয়াজদ্দিন যদি ইয়াহিয়া'র মতো আচরণ করেন তবে তার অবস্থাও ইয়াহিয়া'র মতো হইবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.