আমাদের কথা খুঁজে নিন

   

হুজি নেতা ইয়াহিয়ার নেতৃত্বে আহমদ সফির হাটহাজারী ও মুফতে ইজহারের লালখান বাজার কওমী মাদরাসায় ছিলো হুজি’র আস্তানা

নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)-এর আমীর মাওলানা ইয়াহিয়া ওরফে বর্দ্দা ২১শে আগস্ট গ্রেনেড হামলা, রমনা বটমূলে বোমা হামলা, কোটালিপাড়ায় বোমা হামলার অন্যতম ষড়যন্ত্রকারী ও পলাতক আসামি। র‌্যাব কর্মকর্তারা বলেন, হুজি’র বিভিন্ন পদমর্যাদার নেতাকর্মীদের গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০০৪ সালের ২১শে আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা, ২০০১ সালের ১৪ই এপ্রিল রমনার বটমূলে বোমা হামলা, কোটালিপাড়া বোমা হামলাসহ কমপক্ষে ২০টি সন্ত্রাসী অপারেশন চালিয়েছে হুজি। এসব হামলার পেছনে দেওবন্দী খারিজী মাওলানা ইয়াহিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া সে বিভিন্ন সময়ে আফগানিস্তান ও মিয়ানমারের আরাকান যুদ্ধে অংশ নিয়েছে। ২০০৫ সালে সে একবার জেএমবি সন্দেহে গ্রেপ্তার হয়েছিলো।

কিন্তু ছাড়া পায়। এরপরে আর কখনও গ্রেপ্তার হয়নি। ৬ বছর আত্মগোপনে থাকার পর ২০১১ সালে আটক হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মাওলানা ইয়াহিয়া র‌্যাব কর্মকর্তাদের জানিয়েছে, শেখ ফরিদ গ্রেপ্তার হওয়ার পরপরই সে সংগঠনের আমীরের দায়িত্ব পালন করছিলো। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলাসহ সন্ত্রাসবাদী সংক্রান্ত চাঞ্চল্যকর মামলাগুলোর কারণে সে আত্মগোপনে চলে যায়।

সে সিলেটে অবস্থান করে গোপনে চালাচ্ছিলো হুজি’র সন্ত্রাসবাদী কার্যক্রম। হুজি’র সাংগঠনিক কার্যক্রমের ব্যাপারে মাওলানা ইয়াহিয়া জানায়, তাদের সক্রিয় সদস্য সংখ্যা প্রায় ২৫ থেকে ৩০ হাজার। ২০০৫ সালের ১৭ই অক্টোবর সরকার হুজি’র কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে তারা অন্য নামে সংগঠিত হওয়ার চেষ্টা শুরু হয়। তখন হুজি’র সমর্থকদের নিয়ে ‘ইসলামী দাওয়াতি কাফেলা’ নামে একটি সংগঠন তৈরি করা হয়। সংগঠনের সভাপতি হিসেবে সে নিজেই দায়িত্ব পালন করেছে।

কিন্তু সরকার এ সংগঠনটিকে অনুমোদন না দেয়ায় ‘ইসলামী গণআন্দোলন’ নামে অপর একটি নতুন সংগঠনের নামকরণ করে কার্যক্রম চালানোর চেষ্টা চলে। কিন্তু এই নামের সঙ্গে উগ্র ভাব বেশি মাত্রায় প্রকাশ পেয়েছে বলে সংগঠনের অনেকে মত দেয়। এ কারণে আবারও নাম পরিবর্তন করে নতুন নাম দেয়া হয় ‘ইসলামিক ডেমোক্রেটিক পার্টি (আইডিপি)’। এই নামে তারা প্রকাশ্যে রাজনীতিতে আসতে চেষ্টা করে। কিন্তু নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন পায়নি দলটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.