আমাদের কথা খুঁজে নিন

   

বিরহ বিহঙ্গ

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

বিরহ বিহঙ্গ যেন উড়তেই থাকে আমাকে ঘিরে অনবরত; চোখের পলকে পলকে বিরহ বিহঙ্গের পাল আামকেই আটকাতে পাতে যেন বিরহের সূক্ষ্ম জাল। বিরহ বিহঙ্গ বর্ণহীন তবুও ............অদ্ভুত শক্তিবলে হয়ে ওঠে প্রতিবন্ধক দৃষ্টিতে, ওদের ওড়া একটুও থামেনা যদি আমি বসেও থাকি ক্লান্তিতে। বিহঙ্গ পালের না থামার গতিতে বাতাসে ঘর্ষনের পর ঘর্ষন, আর ওখানেই উৎপত্তি শক্তির বর্ষন, ... মনের। বিরহ বিহঙ্গের সেই সূক্ষ্মজালের সংকীর্ণতায় তাই সমৃদ্ধ হতে হয় আবদ্ধ এক শক্তির প্রাচুর্যতায়। বিরহ বিহঙ্গের উড়ে চলায় খুঁজে পাওয়া যায় ছন্দ এক সেই শক্তি বলে, ছন্দ ধরে রাখি তাই কবিতার ছত্রে বিরহ বিহঙ্গ এক অপূর্ব সঙ্গী যেন আমার শক্তি দানের মন্ত্রে। ১২.০৫.২০০১


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।