আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবহূত আইপ্যাডের বদলে সারফেস!

শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট তার ট্যাবলেট কম্পিউার সারফেস বিক্রির জন্য এক অভিনব পদ্ধতি বেছে নিয়েছে। মাইক্রোসফট ঘোষণা দিয়েছে, যে কেউ অ্যাপলের তৈরি ব্যবহূত আইপ্যাড জমা দিয়ে সারফেস নিতে পারে। অবশ্য এর সঙ্গে ওই ব্যক্তিকে ২০০ ডলারও দেওয়া হবে। ট্যাবলেট বিক্রির দিক দিয়ে মাইক্রোসফট এখন অ্যাপলের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। এ কারণে মাইক্রোসফট এই উদ্যোগ নিয়েছে।


যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের বিশ্লেষক ভ্যান বেকার বলেছেন, ‘আমার মনে হয় না যে মাইক্রোসফটের এই উদ্যোগে খুব একটা সাড়া পাওয়া যাবে। অনেক লোকই চাইবে না তাদের আইপ্যাডের বদলে সারফেস আরটি বা সারফেস প্রো নিতে। কেননা, গুণগত মানের দিক দিয়ে আইপ্যাড অনেক এগিয়ে। আইপ্যাডে রয়েছে অনেক অ্যাপস, যা উইন্ডোজভিত্তিক সারফেসে নেই। ’ চলতি বছরের প্রথম চার মাসে অ্যাপল প্রায় দুই কোটি আইপ্যাড বিক্রি করেছে।

অন্যদিকে একই সময়ে মাইক্রোসফটের ট্যাবলেট বিক্রি হয়েছে মাত্র নয় লাখ। এর পরের চার মাসে মাইক্রোসফট মাত্র তিন লাখ সারফেস বিক্রি করতে পেরেছে। যদিও মাইক্রোসফট তাদের সর্বশেষ আর্থিক হিসাবের ফাইলে সারফেস বিক্রি থেকে ৮০ কোটিরও বেশি ডলার আয় করার কথা ঘোষণা করেছে, কিন্তু সারফেস আরটি বিক্রি করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি ৯০ কোটি ডলার লোকসানের মুখে পড়ে।
—বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।