আমাদের কথা খুঁজে নিন

   

এবিসি রেডিওকে দেয়া তথ্য মন্ত্রাণালয়ের নির্দেশ স্থগিত করেছে হাইকোর্ট

ডি এক্সিং-এর কথা বলে

দরপত্রের শর্ত লঙ্গন করে প্রাথমিক অনুমোদনের এক বছরের মধ্যে কেন্দ্র স্থাপন ও সমপ্রচার শুরুর জন্য আয়না ব্রডকাষ্টিং করপোরেশনকে (এবিসি) দেয়া তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ হাইকোর্ট স্থগিত করেছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মামনুন রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক ও এবিসি রেডিওর ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান চৌধুরী এবং দৈনিক মানবজমিনের সম্পাদক ও এবিসি রেডিও'র পরিচালক মাহবুবা চৌধুরী এক যৌথ রিট আবেদনের প্রেেিত হাইকোর্ট এ আদেশ দেয়। আদালত একই সঙ্গে বাংলাদেশ বেতারের সকাল 7টা ও রাত সাড়ে 8টার খবর সরাসরি সমপ্রচার এবং বাণিজ্যিক বিজ্ঞাপনের জন্য সরকারী বিজ্ঞাপনের হারের চেয়ে কম ধাযর্্য করা যাবে না মর্মে দেয়া নির্দেশের 3 মাসের জন্য স্থগিত করেছে। এসব সরকারী আদেশ কেন অবৈধ বলে ঘোষণা করা হবে না-এই মর্মে কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি আদালত রুল জারি করে।

গত 21শে আগষ্ট 2006 আবেদনকারীদের প েব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানী পরিচালনা করেন। ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান তাকে সহায়তা করেন। ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ শুনানীতে বলেন, দরপত্রের শর্ত লঙ্গন করে এবিসি রেডিও'র প্রতি সরকার অন্যায় করেছে। চুক্তিপত্র সম্পাদিত হওয়ার এক বছরের মধ্যে কেন্দ্র স্থাপন ও সমপ্রচার শুরু করতে হবে। অথচ গত বছরের 8ই সেপ্টেম্বর প্রাথমিক অনুমোদন দিয়েই এক বছরের মধ্যে কেন্দ্র স্থাপন ও সমপ্রচার শুরু করার কথা বলেছে।

আর সরকার 19 এপ্রিল চুক্তির খসড়া এবিসি'কে দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বেতারের সকাল 7টা ও রাত সাড়ে 8টার খরব সরাসরি সমপ্রচারের কথা বলেছে। অথচ দরপত্রে ছিল যে কোন একটি জাতীয় খবর প্রচার করতে হবে। - মো. মিজানুর রহমান, সিরাজগঞ্জ, বাংলাদশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.