আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপ্তির প্রতি ভালবাসার 'শিমা' নাই

পরিবর্তনের জন্য লেখালেখি

প্রাপ্তির জন্মদিন আর আমি যাব না,তা তো হয় না! অতএব নানান ঝক্কি পহিয়ে , বন্ধুর সাথে ক্যাচাল করে, বসের সাথে প্যাচাল পেড়ে , অবশেষে যখন বের হনু অফিস নামক বন্দীশালা হতে তখন ৭ ঃ১৫ । জন্মকালের ২৪ ঘন্টা দেরীর সেশন জটটা বোধ হয় আর কোন দিনই ছাড়বে না! 'সাথে থাকিলে প্রানের বন্ধু , পথ চলিব একা' টাইপের একটা গান গাইতে গাইতে চলে গেলাম নীল সাগরের পারে। আরে! গিয়েই দেখি তেলেসমাতি কারবার ! গম গম গুম গুম , ব্লগ ব্লগ , চাক ভুম , চাঁদনী রাতে , খাবো খানা আমি তোমার সাথে- মানে সেই রম একটা হিবিস্কাস রজারিও ইন্সেক্তিফিকাস রাইনোসোরাস অরবাক ধিং চাক ব্যাপার স্যাপার ! আইলা ! প্রাপ্তিরে দেইখা হিলাম কাইত। সাকিবরে দেইখা - কি আর কমু- সবই আল্লাহর ইচ্ছা ! সে দেখি ইচ্ছা করে আমার পাশেই বসে বার বার- আমি তো লইজ্জা লইজ্জা - বললাম , ঃ তুমি এত সুন্দর ? বুঝলো ভুল !!! আরে গরু রে । আমি কি "চিক্কন দেহ , মুডা চুল, নাগর আমার , ইশবগুল" - দেখিয়া বলেছি নাকি ! আজব ! বলছিলাম , সাকিবের সহজ সরল ইনোসেন্ট সৌন্দর্যের কথা ! কে বলবে এই পিচকিটার হাত দিয়ে ' এক ট্যাহার লাইগা' অথবা ' আমি তো অভিশপ্ত ' এর মতো লেখা বের হয়।

ওয়াও !!! চমক আরো ছিলো ! সাকিব আমাকে তার লেখার অনুপ্রেরনার কথা বললো । প্রেরনা নামের মেয়েটিকে অভিনন্দন ! এসেছিলেন কালপুরুষ , ভাবিসহ! প্রাপ্তির পুরো পরিবার সাথে ২/১ টা বোনাস মিষ্টি তো ছিলোই । সুনীল সমুদ্র তাঁর অসাধারন প্রতিভায় কবিতা শোনালেন। প্রাপ্তিকে নিয়েই লেখা! ঝড়ো হাওয়া আপু আসেন নাই দেখে আবু সালেহ আর সাকিবের মন ভীষন খারাপ ছিলো ! উনি অবশ্য উনার প্রতিনিধি হিসাবে আরাফাতকে পাঠাতে ভোলেননি! মানুষ গবেষক শরৎ আর কৌশিক এসেই ব্যস্ত হয়ে পড়লেন । না , মানুষ নিয়ে না।

কোথায় কোন খাবার তখনো কারো পেটে যেতে না পেরে কাঁদছে , তাদের সাবাড় করতে!!! ওখানে যত অতি সুন্দরী মেয়ে ছিল তাদের মাঝে ব্লগার হামিদের গায়ের রং সবচেয়ে ফর্সা, একেবারে দুধে -হলুদ - এটা দেখার পর থেকেই মেয়েদের মন টন একটু খারাপ হয়েছিলো। হাজার চেষ্টা করেও বের করা যায়নি , এটা কি ফেয়ার এন্ড লাভলী আয়ুর্বেদ এর লক্ষ্যভেদী ওষুধ? নাকি ফেয়ার এন্ড হ্যান্ডসামের লামসাম ওয়ার্ক !!!!!! পরে অনেক অনেক মজার মজার খাবার আর সুন্দর সুন্দর গান গেয়ে মেয়েদের মন ভাল করে দেন সারিয়া , বেস্ট হোস্ট আফটার কালপুরুষ , এবং নতুন কিন্তু দারুন আকর্ষনীয়া ' কৃষ্টি' । সকলের ভালোবাসার প্রাপ্তিকে বিশ্ব সুন্দরী হয়ে ঘুরে বেড়াতে দেখে মনে হচ্ছিলো , বেঁচে থাকা দারুন সুন্দর, প্রাপ্তির মতো কারো জন্য বেঁচে থাকা !!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।