আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্যায় ঘাটতি তাই তারা নাস্তিক

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।

আমাদের ছাগুরাম ভেবে ভেবে হয়রান, 'কি করে মানুষ এতো বোকা বোকা পোস্টান? পোস্টাও ধুমধাম পঞ্জিকা, কোরআন; তা না করে যতোসব নাস্তিক শয়তান!' ভেবে ভেবে ছাগুরাম ধরে ফেলে ঠিক ঠিক 'এরা সব মুরতাদ, কাফের, অশিক্ষিত; বিদ্যায় ঘাটতি তাই তারা নাস্তিক।' তালিকার ব্যাপারেতে ছাগুরাম নিভর্ীক। ব্লগে তার হিট বাড়ে, পোস্ট পড়ে ঠুসঠাস কেউ কেউ এসে বলে, "ছাগুরাম সাব্বাস" এমনিতে কেউ তারে পোছে নাতো বারোমাস দলাদলি করে তাই নেতা হবে সিরিয়াস। নিজের শিক্ষা কত ছাগুরাম মাপে না পরের বিদ্যা নিয়ে চিন্তায় বাঁচে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।