আমাদের কথা খুঁজে নিন

   

অঞ্জন - ১৬ : এতো সবই তোমার সকাল বেলার খিদে

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ সকাল বেলার খিদে অ্যালবামঃ কলকাতা-16 ............................................. বন্যার জলে বহরমপুর ভাসছে মেদিনীপুর খরার কবলে দুজন মৃত পূজোর ভিড়ের চাপে দু’শো জন অনাহারে নতুন একটা আয়ুর্বেদিক বড়ি পেটের খিদে দিব্যি ভুলিয়ে দেয় আকাশ থেকে নিয়ন পেপসি ডাকে যেন রেশন মিক্সড বেচতে চায় এতো সবই তোমার সকাল বেলার খিদে সন্ধ্যে বেলা যাবে ফুরিয়ে দেখতে দেখতে আরো একটা দিন চলে যাবে জীবন থেকে হারিয়ে গরম গরম খাবারের খবর কম্পিউটারে বানানো আচার বেছে নাও কোনটা তোমার চায় যেটা পছন্দ যার চায়ের কাপটা হয়ে যাবে শিম্পাঞ্জি তোমার টিভির পর্দায় ডিজিটাল ইদুঁর নাচতে নাচতে নামতা পড়তে শেখায় এতো সবই তোমার সকাল বেলার খিদে সন্ধ্যে বেলা যাবে ফুরিয়ে দেখতে দেখতে আরো একটা দিন চলে যাবে জীবন থেকে হারিয়ে দেশোপ্রেমের জন্য আছে আণবিক মশলায় এক্সিমা, দাদের মলম আছে পঞ্চাশ বছরের মিথ্যে গিলে ফেলা সিনথেটিক বন্দে মাতরম আছে বিশ্বের জঞ্জাল হজম করে ফেলার চৌক মধ্যবিত্ত রেসিপি যখন তখন ঘরে বসে চেখে দেখে নাও তোমার জননী জন্মভূমি ম্যাট্রিকেতে পঞ্চান্ন পায়নি তাই আত্মঘাতি হল একটা মেয়ে ঘুষ দিলে তোমার ছেলে রোল নম্বর পাবে ইংরেজী স্কুলে এতো সবই তোমার সকাল বেলার খিদে সন্ধ্যে বেলা যাবে ফুরিয়ে দেখতে দেখতে আরো একটা দিন চলে যাবে জীবন থেকে হারিয়ে কত ডলার কত ডলার চাই বিক্রি হতে রাজি কোন দল তুমি আমি স্কোর গুণে যাব ঠিক হয়ে গেছে খেলার ফলাফল রাখে হরি মারে কে দাদা ওরা বলিউডের রাজার ছেলেমেয়ে তাই খেলার ছলে হরিণ মেরে বেড়ায় শুটিং এর অবসরে মসজিদ ভেঙে মন্দির বানাবো গির্জার ভেতরে রে এমন কি নতুন কথা বল সেক্সলাইজার আর ভিডিওতে এতো সবই তোমার সকাল বেলার খিদে সন্ধ্যে বেলা যাবে ফুরিয়ে দেখতে দেখতে আরো একটা দিন চলে যাবে জীবন থেকে হারিয়ে কত খাবার কত খাবার চায় খিদের জালায় মরছে স্যাটেলাইট চব্বিশ ঘন্টার খিদে তবু খালি খালি খালি খাই খাই পলেস্তারা খসা সংস্কৃতি মেরাওয়ালা রং চাপাও জং ধরা পুরোনো সুড়সুড়ি রিমেক করে আবার বেচে দাও কমলা লেবুর খোসা বেটে মুখে মাখলে পরে ত্বক তোমার থাকবে পরিষ্কার চাকরি না পেলে ফলিডল খেলে কমবে বেকারত্বের হার এতো সবই তোমার সকাল বেলার খিদে সন্ধ্যে বেলা যাবে ফুরিয়ে দেখতে দেখতে আরো একটা দিন চলে যাবে জীবন থেকে হারিয়ে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.