আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের চেয়েও মধুর (উৎসর্গ: আস্তমেয়ে)

অতীতকে নিয়ে নস্টালজিক হতে ভালোবাসি, ভবিষ্যতের স্বপ্ন দেখতেও।

ছেলেটা সকাল বেলা ঘুম থেকে উঠবে। তখন মিউজিকটা শুরু হবে, গান গাওয়া শুরু হবে না। তার পর সে কিছু একটা মনে করে হেসে ফেলবে, তখন গান শুরু হবে। এরপর তার প্রতিদিনের কাজকর্ম শুরু হবে - যেমন দাত ব্রাশ করা, বিছানা গুছানো, ফ্লোরে ছড়ানো জিনিষের দিকে দিশাহারা ভাবে তাকিয়ে থাকা, বুঝতে না পারা কোনটা গুছাতে হবে।

তারপর ছেলেটা বের হয়ে যাবে। গায়ে সাদা গেঞ্জি, কালো প্যান্ট, চুল অগোছলো, পায়ে স্যান্ডেল। সে রাস্তায় হাটতে থাকবে.. বেশ কয়েকটা মেয়ের পাশ দিয়ে যাবে, কিন্তু ঐ মেয়েগুলার কোনটাই তার স্বপ্নকন্যা হবে না। শেষে একটা নীর্জন পার্কে আসবে, চারপাশে অনেক গাছপালা, ছোট্ট একটা পুকুরও আছে। পুকুরপাড়ে একটা মেয়ে বসে আছে, লাল কিছু একটা পরে (লাল শাড়ি হলে ভালো হয়), কাচের চুড়ি, পায়ে নুপুর।

মেয়েটার চোখে মুখে অহংকার নেই, দুঃখ ভাব আছে। ছেলেটা পাশে বসতেই মেয়েটা উঠে চলে যেতে চাইবে, কিন্তু ছেলেটা হাত ধরে ফেলবে, দু 'তিনটা চুড়ি ভেঙে যাবে, মেয়েটার হাত থেকে অল্প রক্ত পড়বে। ছেলেটা ব্যস্ত হয়ে পকেট থেকে রুমাল বের করে রক্ত চাপা দিবে, তারপর মেয়েটার দিকে তাকিয়ে দেখবে সে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। গানের শেষে সে বিছানা থেকে উঠে বসবে। নিজের চিন্তায় নিজে হেসে ফেলবে, মাথা নাড়বে, আবার চিন্তায় ডুবে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.