আমাদের কথা খুঁজে নিন

   

দুবর্্বলতা 002

এই ব্লগের বিষয় বলে কিছুনেই। যাচ্ছেতাই।

খোলা মনে থাকতে চাই। ধারনাতে আবদ্ধ হয়ে পড়ি। কি করে বলি? প্রেমে অনেকবার পড়েছে বুদ্ধরাম, কখনো দেশ, কখনো বন্ধু, কখনো আদর্শ বা দেবদেবী কখনো লং প্লেইং রেকর্ডে মহিলা গায়ীকা , ছাদে কাপড় ঝুলোতে আসা মেয়েটি ইত্যাদি।

এখনও হাবুডুবু খাচ্ছে। বুধুর ধারনা যা কিছু বা যার প্রেমে পড়ে, বুধু তার আদলে, সত্য থেকে কিছু ছেঁটে কিছু জুড়ে, একটা ব্যক্তিত্ত্য /ধাঁচা কল্পনায় খাড়া করে নেয়। প্রেমের ধুম জ্বরে যুক্তিটুক্তি সব গোল্লায় যায়। মনে হয় এই সময় মানুষ বলে ফেলে মরণেরে তুহু মম শ্যাম সমান; কাজেও তার প্রতিফলন পড়ে অনেকের। ধারনা আর বিশ্বাস কি একই? ফিকে বিশ্বাস = ধারনা ? সিগ্রট, পান (পান পান), মিষ্টি, আড্ডা ইত্যাদি সবই খুব ভালবাসে বুধু; এগুলো অতিরিক্ত ভালো নয় এমনই ধারনা; সবই কমিয়ে ফেলা সম্ভব, বুধুর অভিজ্ঞতা।

জাতিপ্রেম পার্টিপ্রেম আদর্শে/ধম্মে প্রেম/বিশ্বাস কারো ক্ষতি করছে কি না বোঝা নাসম্ভব বিশেষতঃ যখন ধুম জ্বর। জ্বরের প্রলাপ থেকে বেঁচে যায় কিছু কবিতা, ম্যানিফেষ্টো বা শিরোধার্য্য ধর্মগ্রন্থাদি। হ্যাঁ দলবদ্ধ প্রেম সম্ভব। ধারনা থেকে তৈরি হয় এই ব্লগ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.