আমাদের কথা খুঁজে নিন

   

দুবর্্বলতা

এই ব্লগের বিষয় বলে কিছুনেই। যাচ্ছেতাই।

1) মানুষকে বাঁচার জন্য বিশ্বাসে ভড় করতে হয়। বিশ্বাস থেকে অন্ধত্ব। 2) সবজান্তা থেকে নাজানা বনতে , পথ শুকঠিণ।

বহু পঠণ পাঠন বহু মেহন্নত করতে হয়; তবেই সামান্য অগ্রসর হওয়া সম্ভব। শ্রম বিমুখ বুধুরামে রামবুদ্ধু হওয়া বেঁটেবামুন হয় চাঁদ ছোঁয়ার সপ্ন। লম্বুরা কি চাঁদটা খপ করে ধরে ফেলে? ইন্টলিজেন্ট ডিজাইন নাম দিয়ে একট নতুন বিস্বাশ সচল হয়ছে মূলতঃ 'মেরিকায়, হয়তো সংক্রমণ অন্যাণ্য দেশে ছড়িয়ে পরেছে। এটা সমষ্টির সবজান্তা ব্যধি। 3) অনেকদিন এলোমেলো কিছুমিছু শেষে এবার বুধুরামের দুর্বলতাকে টিপ করা যাক।

বানান ভূল বাদ দেই অন্যগুলো দেখি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.